লখনউ: আইপিএলের (IPL 2025) ইতিহাসে এত দাম কোনওদিন কেউ পাননি। গত ১৮ মরশুমের সবচেয়ে দামি প্লেয়ার হিসেবে এবার মাঠে নেমেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants) তাঁকে নিলাম থেকে ২৭ কোটি টাকা খরচ করে দলে নিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত পন্থের যা পারফরম্য়ান্স, তাতে সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka) কিন্তু নখ কামড়ানো ছাড়া আর কোনও উপায় নেই। মঙ্গলবার পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে খেলতে নেমেছিল লখনউ। সেই ম্য়াচে মাত্র ২ রান করেই আউট হন উইকেট কিপার ব্যাটার। অর্থাৎ এখনও পর্যন্ত ৩ ম্য়াচে পন্থের সংগ্রহ মাত্র ১৭ রান।

এবারের টুর্নামেন্টের আগেই পন্থকে মোটা অঙ্কে কিনে নেয় লখনউ। কে এল রাহুলের সঙ্গে ম্য়ানেজমেন্টের এমনকী লখনউ মালিক সঞ্জী গোয়েঙ্কার সমস্যা তৈরি হয়েছিল। রাহুল দল ছাড়ার পরই শোনা যাচ্ছিল পন্থকে নেতৃত্বভার দেওয়া হবে। সেই মতই কিছুদিন পরেই পন্থকে নেতৃত্বভারও বর্তে দেওয়া হয়। লখনউ সুপারজায়ান্টসে নিজের প্রথম ম্য়াচে খাতাই খুলতে পারেননি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। মিস করেছিলেন গুরুত্বপূর্ণ সময় স্টাম্পিংও। দ্বিতীয় ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ রানে আউট হতে হয়েছিল তাঁকে।

 

 

 

আগের মরশুমে লখনউ অধিনায়ক থাকার সময় কে এল রাহুলকে সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পড়তে হয়েছিল। মাঠেই রাহুলকে ভর্ৎসনা করেছিলেন লখনউ মালিক। যা দেখে ক্রিকেটপ্রেমী থকে প্রাক্তন অনেক ক্রিকেটারও অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার পন্থের ক্ষেত্রেও তেমন হবে না তো? আগামী ম্য়াচগুলোতে দলের পারফরম্য়ান্স ও পন্থের নিজের পারফরম্য়ান্সগ্রাফ যদি উঁচুতে না ওঠে, তাহলে কিন্তু চাপ।