গুজরাত: চোটের জন্য় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচ থেকে ছিটকে গিয়েছেন শুভমন গিল। এই ফর্ম্যাটে জাতীয় দলের সহ অধিনায়ক তিনি। তবে বাকি দুটো ফর্ম্য়াটে গিলই ক্যাপ্টেন ভারতের। ইংল্যান্ড সফরের আগে টেস্টে ও অস্ট্রেলিয়া সফরের আগে ওয়ান ডে ফর্ম্য়াটে গিলকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়। আইপিএলেও গুজরাত টাইটান্সের নেতৃত্বভার সামলাচ্ছেন তরুণ ডানহাতি ব্যাটার।

Continues below advertisement

বাকি দুটো ফর্ম্য়াট নিয়ে কোনও প্রশ্ন না উঠলেও গিলের কুড়ির ফর্ম্য়াটে অফফর্ম নিয়ে বারবার আলোচনা হয়েছে। এমনকী অনেক তো এই ফর্ম্য়াট থেকে গিলকে বাদ দেওয়ার পক্ষেও আওয়াজ তুলেছেন। যদিও টিম ম্য়ানেজমেন্ট গিলের পাশে দাঁড়িয়েছে বারবার। প্রশ্ন উঠছিল যে আইপিএলে গুজরাত টাইটান্সের জার্সিতে কি আগামী মরশুমে নেতৃত্ব দিতে দেখা যাবে গিলকে? নিলামের মঞ্চ থেকে সেই প্রশ্নের উত্তরও দিয়ে দিলেন গুজরাত টাইটান্স ম্য়ানেজমেন্টের ২ কর্তা।

গুজরাত ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্য়ান জিনাল মেহতা ও পরিচালক শান মেহতা জানিয়ে দিয়েছেন যে শুভমন গিলই গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে আরও অনেকগুলো মরশুমে খেলবেন। উল্লেখ্য, ২০১৮-২০২১ পর্যন্ত কেকেআরে কাটানোর পর ২০২২ সালে গুজরাত টাইটান্স শিবিরে যোগ দেন গিল। এরপর আইপিএলের মঞ্চে রানের ফুলঝুরি দেখা যায় পঞ্জাব ব্যাটারের ব্যাটে। তাঁর ব্যাটিং বিক্রমেই ২০২২ সালে আইপিএল শিরোপা জেতে গুজরাত টাইটান্স হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে। এরপর হার্দিক মুম্বইয়ে ফিরে যাওয়ায় গিলকেই অধিনায়ক নির্বাচিত করা হয়। ২০২৩ সালে আইপিএলে চারটি সেঞ্চুরির সাহায্যে ৮৯০ রান করেছিলেন গিল। ২০২৫ আইপিএলে প্লে অফে জায়গা করলেও তৃতীয় স্থানে শেষ করেছিল গুজরাত।

Continues below advertisement

আইপিএলের নিলাম পর্বে এক সাক্ষাৎকারে জিনাল জানিয়েছেন, ''আমার মনে হয় গুজরাত প্রথম সবার আগে শুভমনের ব্যাটিং প্রতিভা ও ক্যাপ্টেন্সির যে ক্ষমতা তার আঁচ পেয়েছিল। গুজরাত টাইটান্সের হয়ে ও ভারতের হয়ে দারুণভাবে দায়িত্ব সামলাচ্ছে গিল।'

 এবার নিলাম থেকে গুজরাত দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার, ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার টম ব্য়ান্টন, ভারতীয় পেসার অশোক শর্মা, ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উড ও আনক্যাপড পেসার পৃথ্বী রাজকে। 

আইপিএলের নিলাম থেকে এবার সবচেয়ে বেশি ২৫ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কেকেআর। এমনকী দ্বিতীয় সর্বাধিক দাম পেয়ে কেকেআরেই এসেছেন শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানা।