নয়াদিল্লি: আইপিএল নিলামে (IPL Auction 2026) সবথেকে বেশি টাকা নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দলে প্রচুর ক্রিকেটারের জায়গা ছিল। প্রয়োজন মতোই নিলামে মোট ১৩ জন ক্রিকেটারকে কেনে কেকেআর। সেই ১৩জন ক্রিকেটারের মধ্যে একটি নাম বেশ উল্লেখযোগ্য, তিনি সার্থক রঞ্জন (Sarthak Ranjan)। তিনি ক্রিকেটার হওয়ার পাশাপাশি তাঁর পরিচয়, তাঁর বাবা সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব (Pappu Yadav)।

Continues below advertisement

ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেন সার্থক। তাঁকে এবারের নিলাম থেকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে কেকেআর। বিশ্বের সেরা ক্রিকেট লিগে অংশগ্রহণ করবে ছেলে, স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাবা পাপ্পু। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পাপ্পু লেখেন, 'অনেক অভিনন্দন বেটু। জমিয়ে খেল এবং নিজের প্রতিভার দৌলতে নিজের পরিচয় গড়ে তোল। তোমার ইচ্ছাপূরণ কর। এবার সার্থকের নামে আমাদের পরিচয় হবে।'

 

Continues below advertisement

সার্থক দিল্লির হয়ে এখনও খুব বেশি ম্যাচ খেলেননি। তিনি দিল্লির হয়ে দুই প্রথম শ্রেণি এবং চারটি লিস্ট এ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯.৩৩ গড়ে তিনি ২৮ রান করেছেন। লিস্ট এ ক্রিকেটে ২৬.২৫ গড়ে তাঁর সংগ্রহ ১০৫ রান। টি-টোয়েন্টিতে ১৩.২০ গড়ে ৬৬ রান করেছেন সার্থক। এবার আসন্ন আইপিএলে কেকেআরের ক্যাম্পে দেখা যাবে তাঁকে।

প্রসঙ্গত, এবারের আইপিএল নিলামে সবচেয়ে বড় চমক ছিলেন ক্যামেরন গ্রিন। তাঁকে ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর। অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ টাকা যার ওপর খরচ করা হয়েছে নিলামে, সেই মাথিশা পাথিরানারও নাইটদেরই ক্রিকেটার। তাঁর জন্য ১৮ কোটি টাকা খরচ করেছ কেকেআর। এছাড়া মুস্তাফিজুর রহমানকেও বিরাট নয় কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে কিনেছে কেকেআর। 

মোট ৬৩ লক্ষ ৮৫ লক্ষ টাকা নিলামের টেবিল থেকে খরচ করেছে কেকেআর। শেষ ল্যাপে আকাশ দীপকেও দলে নিয়েছে তারা। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা কোনও ক্রিকেটার আইপিএলে কলকাতার জার্সিতে দীর্ঘদিন পরে খেলবেন। তাঁকে ১ কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর। 

একনজরে কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াড

অজিঙ্ক রাহানেঅঙ্গকৃশ রঘুবংশীমণীশ পাণ্ডে, রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহ, সুনীল নারাইনউমরান মালিক, বৈভব আরোরাহর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, রভম্যান পাওয়েলক্যামেরন গ্রিনমাথিশা পাথিরানা, তেজস্বী সিংহ, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কিরাহুল ত্রিপাঠিটিম সেইফার্ট, ফিন অ্য়ালেনমুস্তাফিজুর রহমনরাচিন রবীন্দ্র, সার্থক রঞ্জন, আকাশ দীপ, দক্ষিণ কামরা