‘জিন্টার দল জিতেছে নাকি?’, আইপিএলে পঞ্জাবের জয়ের পর ভাইরাল সলমনের পুরনো ট্যুইট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2020 07:57 PM (IST)
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে দিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। আর প্রীতি জিন্টার দলের জয়ের পরই সলমন খানের পুরনো একটি ট্যুইটকে নিয়ে শুরু হল ব্যঙ্গ।
মুম্বই: আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে দিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। আর প্রীতি জিন্টার দলের জয়ের পরই সলমন খানের পুরনো একটি ট্যুইটকে নিয়ে শুরু হল ব্যঙ্গ। আগে একবার আইপিএলে পঞ্জাবের ম্যাচের দিন সলমন ট্যুইট করেছিলেন, 'জিন্টা'স টিম ওন ক্যায়া?' চলতি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব টানা ৫টি হারের পর জিতেছে বিরাট কোহলিদের বিরুদ্ধে। চলতি আইপিএলে আরসিবিকে-ই দুবার হারিয়েছে পঞ্জাব। কে এল রাহুলের নেতৃত্বাধীন দল পয়েন্ট টেবিলে সকলের নীচে। সলমনের পুরনো ট্যুইট নিয়ে প্রীতি জিন্টার মালিকানাধীন দলকে নিয়ে মশকরা করলেন নেটিজেনরা। অনেকেই বলিউডের ভাইজানকে রিট্যুইট করে লেখেন, 'হ্যাঁ ভাই আরসিবির বিরুদ্ধেই ওরা ২ টি ম্যাচ জিতেছে'। অনেকেই সলমনের ট্যুইটকে গোল্ডেন ট্যুইট বলে দাবি করেন। বৃহস্পতিবার চলতি আইপিএলে প্রথমবার দেখা গিয়েছে গেইল-ঝড়। আইপিএলের প্রত্যাবর্তন ম্যাচে ধীরে ধীরে স্বমহিমায় ফিরে শারজায় মরুঝড় তুলেছিলেন গেইল। কিংস ইলেভেন পঞ্জাবের অতিকাঙ্খিত জয়ে বিরাট অবদান রাখলেন তিনি। সঙ্গে পেলেন অধিনায়ক কেএল রাহুলের দুর্দান্ত সঙ্গত। পঞ্জাবের জয়ে স্বস্তি ফিরেছে ভক্তদের।