রাঁচি: এ যেন সেই ছিল রুমাল হয়ে গেল বেড়াল গোছের গল্প। বিহারের নাপিত অশোক কুমার নিজেই কি ভাবতে পেরেছিলেন যে ক্রিকেটপ্রেম ও আইপিএলের নেশা রাতারাতি তাঁকে কোটিপতি করে দেবে?


আইপিএল বদলে দিল বিহারের এক নাপিতের জীবন। কীভাবে? আইপিএল ‘ড্রিম ইলেভেন’ প্রতিযোগিতা যেন সব স্বপ্নপূরণ করে দিল অশোক কুমারের। পেশায় যিনি নাপিত। সম্প্রতি ড্রিম ইলেভেন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অশোক। তা থেকে এক কোটি টাকা জিতেছেন বিহারের এই নাপিত। যিনি এখনও বিশ্বাসই করতে পারছেন না যে, সত্যি সত্যি তিনি এক কোটি টাকা জিতেছেন। যেন ঘোরের মধ্যে রয়েছেন অশোক।


আইপিএলের সময় একাধিক সংস্থা এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে। মোবাইলে এই ধরনের প্রতিযোগিতাগুলো বেশ জনপ্রিয়। এই ধরনের প্রতিযোগিতায় দুই দলের একাদশ আগে থেকে বেছে নিতে হয়। তারপর ম্যাচে আপনার বেছে নেওয়া সেই একাদশের ক্রিকেটারেরা খেললে এবং ভাল পারফর্ম করলে বড় পুরস্কার মূল্য জেতার সুযোগ থাকে। এইরকমই এক প্রতিযোগিতার অংশ নিয়েছিলেন বিহারের মধুবনী জেলার নানৌর চকের ২৬ বছরের নাপিত অশোক কুমার। তাঁর একটি সেলুন রয়েছে। তবে তিনি ‘ড্রিম টিম’ প্রতিযোগিতায় বাজিমাত করে এখন নতুন স্বপ্ন দেখছেন। হয়তো বা জীবনের মোড়ই ঘুরে যেতে চলেছে তাঁর।


গত ২৬ সেপ্টেম্বর আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। মহেন্দ্র সিংহ ধোনি বনাম অইন মর্গ্যানের সেই দ্বৈরথে মাঠে জেতেন ধোনিরা। আর মাঠের বাইরে অশোক কুমার। সেই ম্যাচেই বাজি ধরে এক কোটি টাকা জেতেন অশোক। মাত্র ৫০ টাকা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। এই ঘটনায় উচ্ছ্বসিত অশোক একটি সংবাদমাধ্যমে বলেছেন, ‘ম্যাচের পর আমি প্রথম স্থান অধিকার করি এবং এক কোটি টাকা জিতি। আমাকে বলা হয়েছে, কর বাবদ কিছু টাকা কেটে নিলেও আগামী দু’দিনের মধ্যে ৭০ লক্ষ টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। উত্তেজনায় ছটফট করছি। রাতে ঘুম আসছে না আমার। কীভাবে টাকাটা খরচ করব ভেবে চলেছি। জীবনে যে এরকমও কিছু হবে ভাবতে পারিনি।’