মুম্বই: রাজস্থান রয়্যালসকে ৪৫ রানে হারিয়ে আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল চেন্নাই সুপার কিংস। তিন ম্যাচ খেলে মহেন্দ্র সিংহ ধোনিদের পয়েন্ট হল চার। এবং পরপর দুই ম্যাচ বড় ব্যবধানে জেতায় রান রেটে সকলের ওপরে সিএসকে।
সোমবার চেন্নাইয়ের ১৮৮/৯ তাড়া করতে নেমে ১৪৩/৯ স্কোরে আটকে গেল রাজস্থান। একমাত্র জস বাটলার (৩৫ বলে ৪৯) ছাড়া আর কেউই রান পাননি। চেন্নাইয়ের হয়ে তিন ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট মঈন আলির। আর এক স্পিনার রবীন্দ্র জাডেজা ২৮ রানে নিলেন দুই উইকেট। দুই স্পিনারের দাপটে মাথা তুলে দাঁড়াতেই পারল না রাজস্থান। রাজস্থান ইনিংসের দশম ওভারে বাটলারের একটি ছক্কা উড়ে গিয়ে গ্যালারিতে পড়ে। বল হারিয়ে যাওয়ায় নতুন বল নেন আম্পায়ারেরা। তার আগে বল শিশিরে ভিজে যাওয়ায় গ্রিপ করা নিয়ে সমস্যা হচ্ছিল বোলারদের। কিন্তু নতুন বলে তাঁরা ভেল্কি দেখাতে শুরু করেন। ১১-১৫, এই পাঁচ ওভারে মাত্র ১৬ রান ওঠে রাজস্থানের। হারাতে হয় ৫ উইকেট। ওখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচটা ধোনির কাছে বিশেষ মাইলফলকও। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে দুশোতম ম্যাচ খেলছেন তিনি। ব্যাট হাতে ঝলক দেখালেন। শুরুর দিকে সামান্য জড়তা ছিল। তবে এক ওভারের চেতন সাকারিয়াকে পরপর দুুটো বাউন্ডারি মেরে ঝড়ের ইঙ্গিত দিচ্ছিলেন ধোনি। তবে বড় রান এল না। ১৭ বলে ১৮ রান করে সাকারিয়ার বলেই আউট হলেন তিনি। স্লোয়ার ডেলিভারি বুঝতে না পেরে মিড অফে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
আইপিএল সোমবার দুই উইকেটকিপার অধিনায়কের লড়াই। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের সামনে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। আগের ম্যাচে পঞ্জাব কিংসকে একপেশেভাবে হারিয়ে মানসিকভাবে চাঙ্গা সিএসকে শিবির। বোলিং বিভাগ, বিশেষ করে দীপক চাহার ছন্দে। আবার ব্য়াটসম্য়ানদের মধ্যে রানের মধ্যেই ছিলেন সুরেশ রায়না।
গতবারের আইপিএল দ্রুত ভুলতে চাইবেন দুই দলের ক্রিকেটারেরাই। কারণ পয়েন্ট টেবিলের শেষ দুই জায়গায় ছিল সিএসকে ও আরআর। যদিও জোরদার ধাক্কা খেয়েছে রাজস্থান শিবির। চোটের জন্য দেশে ফিরে গিয়েছেন দলের সেরা অলরাউন্ডার তথা ব্যাটিং বোলিং দুই বিভাগেরই স্তম্ভ বেন স্টোকস। তাঁর হাতের আঙুল ভেঙেছে এবং গোটা আইপিএলে তিনি আর খেলতে পারবেন না। এমনই গুরুতর অবস্থা স্টোকসের য়ে, তাঁর হাতের আঙুলে অস্ত্রোপচার করাতে হবে। অন্যদিকে জোফ্রা আর্চারও এখনও সুস্থ নন। তবে রাজস্থান শিবিরকে স্বস্তি দেবে এবারের আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার ক্রিস মরিসের ফর্ম।
রাজস্থানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে চেন্নাই তুলল ১৮৮/৯। শুরুতেই রুতুরাজ গায়কোয়াড় ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ১১ বলে ২০ রান যোগ করে পাল্টা লড়াই শুরু করেন ফাফ ডুপ্লেসি (১৭ বলে ৩৩ রান) ও মঈন আলি (২০ বলে ২৬ রান)। সুরেশ রায়না (১৫ বলে ১৮), অম্বাতি রায়ডু (১৭ বলে ২৭) ও ডোয়েন ব্র্যাভো (৮ বলে অপরাজিত ২০) ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ বলে ছক্কা মারেন ব্র্যাভো।
ব্যাটে ২৬ রান ও বল হাতে তিন উইকেট। ম্যাচের সেরা হন মঈন।
সাফল্যের গ্যারান্টি নেই, ফিটনেসের আছে, ম্যাচ জিতে বললেন ধোনি
করোনা আতঙ্কে বিমানেও পিপিই কিট পরতে হল কেকেআর-পঞ্জাব ক্রিকেটারদের