নয়াদিল্লি: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। মাঝপর্বেই স্থগিত করে দিতে হয়েছে আইপিএল। তবে টুর্নামেন্ট স্থগিত হয়ে গেলেও স্বস্তি নেই চেন্নাই সুপার কিংসের। করোনা সংক্রমণে বিধ্বস্ত চেন্নাই সুপার কিংস শিবির। আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনিদের দলের ব্যাটিং কোচ মাইকেল হাসি। যার জেরে আপাতত নয়াদিল্লিতেই আইসোলেশনে আছেন তিনি। তবে সিএসকে শিবিরের উদ্বেগ বাড়িয়ে হাসির করোনা পরীক্ষার ফল ফের পজিটিভ এসেছে। অর্থাৎ, মারণ ভাইরাসকে এখনও পরাস্ত করতে পারেননি হাসি। ফলে এখনই তাঁর দেশে ফেরা হচ্ছে না। আরও কয়েকদিন ভারতেই আটকে থাকতে হবে 'মিস্টার ক্রিকেট'-কে।



এখনও করোনামুক্ত নন মাইকেল হাসি। টানা দ্বিতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকাকে আপাতত নয়াদিল্লিতে যে হোটেলে সিএসকে ছিল, সেখানেই আইসোলেশনে থাকতে হবে। প্রসঙ্গত, গত সপ্তাহে মাইকেল হাসি সহ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে আরও বেশ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ার পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল। তারপরে বাকি অস্ট্রেলীয়রা মলদ্বীপে গিয়েছেন।য সেখানে কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে তাঁরা দেশে ফিরবেন। তবে মাইকেল হাসি আটকে পড়েছেন ভারতে।


আপাতত আরও কয়েকদিন ভারতেই থাকতে হচ্ছে তাঁকে। কারণ, চলতি সপ্তাহে করোনা পরীক্ষায় আরও একবার পজিটিভ রিপোর্ট এসেছে হাসির। এর আগে একবার নেগেটিভ হলেও নতুন করে পজিটিভ রিপোর্ট আসার অর্থ ভারতে আরও বেশ কিছুদিন থাকতেই হবে তাঁকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী আইসোলেশন থেকে বেরোনোর জন্য একজন ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট দুবার নেগেটিভ আসতে হবে।


চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন গত সপ্তাহেই জানিয়েছিলেন, হাসি শীঘ্রই বাকি অস্ট্রেলীয়দের সঙ্গে মলদ্বীপে যোগ দেবেন। তবে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আরও একবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে হাসির। তাঁর সঙ্গেই রয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের সদস্য, করোনা আক্রান্ত টিম সেফার্ট।