দুবাই: আইপিএলের দ্বিতীয় পর্বে ২টো ম্যাচ খেলে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এখনও পর্যন্ত মাঠে দেখতে পাওয়া যায়নি হার্দিক পাণ্ড্যকে। কিন্তু দেশের অন্যতম সেরা অলরাউন্ডারকে কেন মাঠে দেখা যাচ্ছে না। মুম্বই ইন্ডিয়ান্সের টিম ডিরেক্টর জাহির খান জানিয়েছেন যে পরের ম্যাচে আরসিবির বিরুদ্ধেই মাঠে দেখা যেতে পারে বরোদার তারকা ক্রিকেটারকে। তিনি এক বয়ানে জানিয়েছেন, 'প্র্যাকটিস সেশনে হার্দিক ফিরেছে। নেটে ব্যাট করেছে। আশা করছি ওঁ পুরোপুরি ফিট। আর একইসঙ্গে মুম্বইয়ের পরের ম্যাচ আরসিবির বিরুদ্ধে ওঁকে দেখতে পাওয়া যাবে।' 


হার্দিক না থাকায় প্রথম ২ ম্যাচে মিডল অর্ডারে মূলত পিঞ্চহিটার হিসেবে দায়িত্ব সামলেছেন কায়রন পােলার্ড। সেই প্রসঙ্গে জাহির বলেন, 'পোলার্ড নিজেও এই দায়িত্ব সামলে খুশি। ওঁ এমন একজন প্লেয়ার যে কোনও সময় ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বড় বড় শট খেলার ক্ষমতা রাখে।' 


চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আমিরশাহিতে টুর্নামেন্টে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল মুম্বই। সেই ম্যাচে ২০ রানে হেরে গিয়েছিল রোহিতের দল। এরপর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আরও খারাপভাবে হারের সম্মুখিন হতে হয় মুম্বইকে। হার্দিকের অভাব যে শিবিরে অনুভূত হচ্ছিল তা পারফরম্যান্স থেকেই বোঝা যাচ্ছিল। কেকেআর ম্যাচের পর দলের বোলিং কোচ শেন বন্ডকে বলেছিলেন, 'হার্দিক ঠিক আছে। দলের সঙ্গে প্র্যাক্টিস করছে। তবে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। আমরা সব দিকের ভারসাম্য বজায় রাখতে চাইছি।'


তাহলে কি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে হার্দিককে নিয়ে কোনও নির্দেশিকা দেওয়া হয়েছে? বন্ড ভাঙতে চাননি। তিনিও বলেছিলেন, 'নির্দেশিকা কিছু নয়। তবে ক্রিকেটারদের মতামতকেও আমরা গুরুত্ব দিই। তাড়াহুড়ো করতে চাই না। হার্দিক প্র্যাক্টিস করছে এবং আশা করছি ও পরের ম্যাচে খেলবে। প্লে অফে যেতে আমাদের সাহায্য করবে।' 


উল্লেখ্য, আগামীকাল দুবাইয়ে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে রোহিত বাহিনী। এই মুহূর্তে ৯ ম্যাচ খেলে ৪ ম্যাচে জয় পেয়েছে তাঁরা। হার্দিক যদি একাদশে ফেরেন তবে দলও জয়ের সরণিতে ফিরতে পারবে এমনই আশা মুম্বই সমর্থকদের।