দুবাই: শুরুতে ব্যাটিং বিপর্যয়, সেখান থেকে ব্যাট হাতে লোয়ার অর্ডারের পাল্টা লড়াই, পরপর উইকেট তুলে প্রতিপক্ষ ব্যাটারদের টুঁটি টিপে ধরা, ক্যাচ মিস, শেষ ওভারে নাটক...।


একটা টি-টোয়েন্টি ম্যাচে যে যে মশলা থাকার কথা, তার সবই হাজির ছিল সোমবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। রুদ্ধশ্বাস সেই ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে ৩ উইকেটে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস।


দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে রান পেলেন না চেন্নাই সুপার কিংসের ওপরের দিকের ব্যাটাররা। তার পরেও ঋষভ পন্থের দলের বিরুদ্ধে লড়াই করার মতো রান তোলে সিএসকে। প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ১৩৬/৫। আর দলের হয়ে ব্যাট হাতে লড়াকু হাফসেঞ্চুরি করেন অম্বাতি রায়ডু। ৪৩ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচের প্রথম ভাগে নজর কেড়েছেন দিল্লির বোলাররা। বিশেষ করে আবেশ খান। ৪ ওভারে ৩৫ রান দিয়ে তিনি ফিরিয়ে দেন মহেন্দ্র সিংহ ধোনিকে (২৭ বলে ১৮ রান)। অক্ষর পটেল ৪ ওভারে ১৮ রানে ২ উইকেট নিয়েছেন।


জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও শিখর ধবন ঝড় তুলেছিলেন। তবে তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ৯৯/৬ হয়ে গিয়েছিল দিল্লি। সেখান থেকে ফের নাটকীয় প্রত্যাবর্তন ঘটায় দিল্লি। শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। ১৮ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন শিমরন হেটমায়ার। তিনিই ম্যাচের রাশ তুলে দেন দিল্লির হাতে। যদিও ব্যক্তিগত ১২ রানে থাকার সময় তাঁর ক্যাচ ফেলে দেন পরিবর্ত হিসাবে ফিল্ডিং করতে নামা কে গৌতম।


চেন্নাইয়ের হয়ে বল হাতে লড়াই করেন শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাডেজা। দুজনই দুটি করে উইকেট নেন। তবে তাতে লাভ হয়নি।


এই ম্যাচকে অনেকে বলছেন গুরু-শিষ্যের লড়াই। কারণ, ক্রিকেটবিশ্বে ঋষভ পন্থের প্রতিষ্ঠিত হওয়ার নেপথ্যে যাঁর অবদান অনস্বীকার্য বলে মনে করা হয়, তিনি মহেন্দ্র সিংহ ধোনি। সোমবার ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল পন্থের দিল্লি।


সোমবার আবার ঋষভ পন্থের জন্মদিন। ২৪ বছর পূর্ণ করলেন দিল্লির রুরকির তরুণ। পন্থকে শুভেচ্ছা জানিয়েছে সিএসকেও। তারা একটি ছবি ট্যুইট করেছে। যে ছবিতে পন্থকে দেখা যাচ্ছে হেঁটে মাঠ থেকে বেরতে। আর চারপাশ থেকে কর্ডন করে কার্যত গার্ড অফ অনার দিচ্ছেন সিএসকে ক্রিকেটারেরা। ক্যাপশনে লেখা, 'রিশ ইউ আ হ্যাপি বার্থ ডে। রিংয়ে দেখা হচ্ছে আজ।'


শেষ পর্যন্ত জন্মদিনে হাসিমুখেই মাঠ ছাড়লেন পন্থ।