মুম্বই: শুক্রবার রাত থেকে প্রত্য়েকের মুখে মুখে ফিরছে তাঁর নাম। দীপক চাহার। আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে যিনি দুরন্ত বোলিং করেছেন। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের জয়ের অন্যতম কাণ্ডারি। শুক্রবার ক্রিস গেলদের বিরুদ্ধে যাঁর বোলিং পরিসংখ্যান ছিল ৪-১-১৩-৪। হ্যাঁ ঠিকই পড়েছেন, ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে চার উইকেট তুলে নিয়েছিলেন চাহার।
ম্যাচের পর সিএসকে পেসার ফাঁস করলেন এক অদ্ভুত ঘটনার কথা। শুক্রবার ম্যাচ শেষ হওয়ার পর চেন্নাই সুপার কিংসে সতীর্থ শার্দুল ঠাকুর চাহারের একটি সাক্ষাৎকার নেন। সেখানে চাহার বলেন, 'জোকস কি না জানি না, তবে একটা মজার কথা বলি। আগের ম্যাচে আমি ভাল বোলিং করতে পারিনি। অনেক রান খরচ করেছিলাম। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় দেখি, একজন আমাকে মেসেজ পাঠিয়েছে। লিখেছে, আপনি ভাল বোলার, কিন্তু প্লিজ পরের ম্য়াচে খেলবেন না। এরকম মেসেজ আমি কখনও পাইনি। বুঝতে পারছিলাম আমার বোলিং দেখে উনি হতাশ।'
সেই মেসেজই যে বাড়তি তাতিয়ে দিয়েছিল, ইঙ্গিত দিয়েছেন চাহার। বলেছেন, 'আজকের পারফরম্যান্স ওই সমর্থকের জন্য।' যোগ করেছেন, 'আসলে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সকলেই চায় সব ম্যাচে পারফর্ম করি। এই পারফরম্যান্স ওই ভদ্রলোকের জন্য। আমি যদি আজ না খেলতাম তাহলে এই পারফরম্যান্সও করতে পারতাম না।'
শুক্রবার ওয়াংখেড়েতে এবারের আইপিএলের অষ্টম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। বল হাতে মায়াঙ্ক অগ্রবাল, ক্রিস গেইল, দীপক হুডা ও নিকোলাস পুরানকে শীঘ্রই ড্রেসিংরুমে ফিরিয়ে দেন সিএসকে পেসার দীপক চাহার। ফলে অতি সহজেই এদিন ম্যাচে নিজেদের দখলে নিয়ে নেয় চেন্নাই। মাত্র ১০৬ রানেই আটকে যায় প্রীতি জিন্টাক পঞ্জাবের ইনিংস। যেই লক্ষ্যে অতি সহজেই পৌঁছে যায় চেন্নাই। ম্যাচের সেরা হয়েছেন চাহার। ক্রিকেট বিশেষজ্ঞরা এদিন চাহারের প্রশংসায় পঞ্চমুখ। চাহারের প্রশংসা করে ট্যুইট করেছেন জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীও।