শারজা: তাঁদের কাছে ছিল মরণ-বাঁচন ম্যাচ। বিশাল ব্যবধানে জিতলে মিলতে পারত প্লে অফের টিকিট। ম্যাচ জিতলেও প্লে অফের যোগ্যতা পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে রোহিত শর্মাদের।
তবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নেমে অদ্ভুত এক আবদার সামলাতে হল রোহিতকে। গ্যালারি থেকে এক ভক্ত সটান ভারত-পাক ম্যাচের টিকিট চেয়ে বসলেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যানের কাছে।
শুক্রবার হায়দরাবাদ বনাম মুম্বই ম্যাচেই সমর্থকদের বিশেষ সেই আবদার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চলতি মাসের ২৪ তারিখে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। সেই ম্যাচের দুটো টিকিটের আবদার করা হল স্বয়ং রোহিত শর্মার কাছে।
মুম্বই ইনিংসের ১২তম ওভারের ঘটনা। সেই সময়েই গ্যালারিতে দেখা গেল রোহিত শর্মার উদ্দেশে অদ্ভুত আর্জির প্ল্যাকার্ড নিয়ে হাজির এক সমর্থক। মূহূর্তেই সেই ছবি ভাইরাল। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে। দ্বিপাক্ষিক সিরিজ নয়, কেবলমাত্র আইসিসি টুর্নামেন্টে দুই দেশ মুখোমুখি হওয়ায় সমর্থকদের প্রতীক্ষা আর বাঁধ মানছে না। শেষবার দুই দেশ বাইশ গজে মুখোমুখি হয়েছিল ২০১৯ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে। বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত পাকিস্তানের কাছে অপরাজিত। সীমিত ওভারের ফর্ম্যাটে ভারত অনেক এগিয়ে।
সানরাইজার্সের বিরুদ্ধে ৪২ রানে জয় পেলেও এবারের আইপিএলে আর প্লে অফে ওঠা হল না মুম্বই ইন্ডিয়ান্সের। মাত্র ৪২ রানে জিতে বিশাল ব্যবধানে জয়ের অধরা স্বপ্ন অধরাই থেকে গেল রোহিতদের। অন্য়দিকে এই ম্য়াচের ফল নির্ধারণ হওয়ার পরই প্লে অফে চতুর্থ দল হিসেবে চলে গেল কেকেআর।
বিশাল লক্ষ্যমাত্রা ছিল। ২৩৫ রান করলে জয় আসবে। এই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। জয় যে তাদের আসবে না, তা নিশ্চিত ছিলই। তাছাড়া জিতলেও কোনও লাভ হত না হায়দরাবাদের। কিন্তু সবার নজরে ছিল যে মুম্বই ৬৫ রানের মধ্যে অল আউট করতে পারে কিনা হায়দরাবাদকে। তবে সেই সম্ভাবনায় প্রথমেই জল ঢেলে দিল হায়দরাবাদের ওপেনিং জুটি। জেসন রয় ও অভিষের শর্মা মিলে দ্রুত গতিতে রান তোলা শুরু করেন। মুম্বইয়ের ব্যাটারদের মতোই চালিয়ে খেলে মাত্র ৫.২ ওভারে বোর্ডে ৬৪ রান তুলে দিয়েছিল সানরাইজার্স। ততক্ষণে মুম্বইয়েই আইপিএল থেকে এবারের মতো ছুটি হয়ে গিয়েছিল। শুধু নিয়মরক্ষার বাকি ম্যাচ খেলা চলছিল। যেই খেলাকে কিছুটা জমিয়ে দিলেন এই ম্যাচে হায়দরাবাদ অধিনায়ক মণীশ পাণ্ডে। তিনি অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন। হায়দরাবাদ তাদের ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রানই তুলতে পারে শেষ পর্যন্ত।