দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে যে প্রশ্নটা ভারতীয় ক্রিকেটমহলে ঘুরে ফিরে আসছে, তা হল কতটা ফিট হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)? টি-টোয়েন্টি বিশ্বকাপে কি বল করতে পারবেন হার্দিক? নাকি দেশের অন্যতম সেরা অলরাউন্ডারকে খেলতে হবে শুধু ব্যাটসম্যান হিসাবে?


হার্দিক পাণ্ড্যর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই। এমন অবস্থায় আশ্বাসবাণী দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তবে সেই বার্তায় রয়েছে কিছুটা চিন্তার পূর্বাভাসও। কারণ হার্দিকের সুস্থতার জন্য ফিজিও, প্রশিক্ষক এবং মেডিকেল টিমের দিকে তাকিয়ে রয়েছেন রোহিত।


প্রায় দেড় বছর ধরে পিঠের চোটে কাবু হার্দিক। হয়েছে অস্ত্রোপচারও। তারপর থেকে হার্দিক খুব বেশি বোলিং করেননি। বছরের শুরুর দিকে হার্দিক জাতীয় দলের হয়ে কয়েক ওভার বল করেছিলেন, কিন্তু চলতি আইপিএলে তিনি বল স্পর্শ করেননি। এরপরেই প্রশ্ন উঠেছে তাহলে কি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক বোলিং করতে পারবেন? আর যদি বোলিং নাই করতে পারেন তাহলে কি হার্দিক চূড়ান্ত দলে জায়গা পাবেন?


আরও পড়ুন: সানরাইজার্সকে হারালেও আবু ধাবিতেই আইপিএল অভিযান শেষ রোহিতদের


মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়েছিলেন, হার্দিক আগামী কয়েক দিনের মধ্যে বোলিং শুরু করবেন। এরপরে শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা জানান, পাণ্ড্য ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের কঠোর তত্ত্বাবধানে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থার অগ্রগতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। রোহিত বলেন, 'বোলিংয়ের কথা বললে বলতে হয়, হার্দিক এখনও বল স্পর্শ করেনি। এমন পরিস্থিতিতে ফিজিও, প্রশিক্ষক এবং মেডিকেল টিম ওর বোলিং নিয়ে কাজ করছে। আমি এখনও পর্যন্ত যা জানি তা হল হার্দিক একটি বলও করেনি। কিন্তু আমরা একটি করে ম্যাচ নিয়ে ভাবতে চাই এবং ওর চোটের কী অবস্থা দেখতে চাই।'


ম্যাচের পর রোহিত বলেছিলেন যে, হার্দিক বোলিং করেননি। কিন্তু প্রত্য়েক দিন উন্নতি করে চলেছে। রোহিতের আশা, আগামী সপ্তাহেই বোলিং শুরু করতে পারেন হার্দিক। শুধু চিকিৎসক ও ফিজিওর সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা।