আমদাবাদ: আইপিএলের মাঝপর্ব চলছে। এখন কোথায় সারাদিন ধরে সবকটি দলের প্লে অফে ওঠার অঙ্ক কষার সময়, তা নয়। এখন সব দলকে ভাবতে হচ্ছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ থেকে কী করে বাঁচা যায় তা নিয়ে। কীভাবে দলের মনোবল বাড়ানো যায়। কারণ, আইপিএলের মাঝপথেই করোনা হানা দিয়েছে একেবারে জৈব সুরক্ষা বলয়ের অন্দরে। কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার আক্রান্ত। গোটা দল করোনা আতঙ্কে কাঁপছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ-সহ তিনজনের করোনা। কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে। এমনকী, সংক্রমণের ভয়ে প্র্যাক্টিস বাতিল করেছে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদরা।
এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে মানসিকভাবে চাঙ্গা করতে আসরে নামলেন টিম মালিক শাহরুখ খান। তিনি ভিডিও কল করে দলের সকলের সঙ্গে কথা বললেন। কেকেআর সূত্রে খবর, এই পরিস্থিতিতে কেউ যাতে মানসিকভাবে ভেঙে না পড়ে, সেটা নিশ্চিত করতে ও উদ্বেগ কাটাতে দলের সকলের সঙ্গে কথা বলেন শাহরুখ। পাশাপাশি কেকেআর শিবির থেকে জানানো হয়েছে যে, আক্রান্ত দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র ভাল আছেন। সন্দীপের কার্যত কোনও উপসর্গ নেই। বরুণের সামান্য জ্বর রয়েছে।
আমদাবাদে নাইট শিবিরে ফোন করে জানা গেল, করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়রের। এঁদের মধ্যে বরুণ শুধু প্রথম একাদশের নিয়মিত সদস্যই নন, দলের স্পিন বিভাগকে কার্যত নেতৃত্ব দিচ্ছেন। সুনীল নারাইন সব ম্যাচে খেলেননি। কিন্তু বরুণ প্রয়োজনের সময় উইকেট তুলছেন বলে টিম ম্যানেজমেন্ট এখন বল হাতে তাঁর ওপরই সবচেয়ে বেশি ভরসা করছে। এমনকী, ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভারগুলো তাঁর হাতেই বল তুলে দিচ্ছেন কেকেআর অধিনায়ক অইন মর্গ্যান। সন্দীপ ওয়ারিয়র এই মরসুমে এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি। তাই বরুণের করোনা আক্রান্ত হওয়ার খবরে ভীষণই উদ্বেগ নাইট শিবিরে।