KKR vs CSK LIVE: কামিন্সের মরিয়া লড়াই সত্ত্বেও ১৮ রানে হারল কেকেআর

IPL 2021 LIVE Updates, Kolkata Knight Riders and Chennai Super Kings match: টুর্নামেন্টে কেকেআর ও সিএসকে, দুই দলের ভাগ্যই পাল্টেছে। প্রথম ম্যাচে হেরেছিল সিএসকে। জিতেছিল কেকেআর। তারপর থেকে যেন ভাগ্যের চাকা একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছে দুই দলের। কেকেআর পরের দুই ম্যাচ হেরে বসেছে। আর পরপর দু ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে সিএসকে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Apr 2021 07:07 PM
KKR vs CSK LIVE Score: ১৮ রানে জয়ী সিএসকে

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভারে কেকেআরের দরকার ছিল ২০ রান। প্রথম বলেই দু'রান নিতে গিয়ে রান আউট হলেন বরুণ চক্রবর্তী। ২০২ রানে অল আউট কেকেআর। ১৮ রানে জয়ী চেন্নাই।

KKR vs CSK LIVE Score: শেষ ওভারে কেকেআরের চাই ২০ রান

শেষ ওভারে ম্যাচ জিততে ২০ রান চাই কেকেআরের। ক্রিজে প্যাট কামিন্স ৩৩ বলে ৬৫ রানে অপরাজিত।

KKR vs CSK LIVE Score: রান আউট হয়ে ফিরলেন বরুণ

রান আউট হয়ে গেলেন বরুণ চক্রবর্তী। ৯ বলে ২১ রান চাই কেকেআরের।

KKR vs CSK LIVE Score: ১৮ ওভারে কেকেআরের স্কোর ১৯৩/৮

১৮ ওভারের শেষে কেকেআর ১৯৩/৮। ১২ বলে ২৮ রান চাই কেকেআরের।

KKR vs CSK LIVE Score: ২৩ বলে হাফসেঞ্চুরি কামিন্সের

২৩ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন প্যাট কামিন্স। ১৫ বলে ৩৬ রান চাই কেকেআরের।

KKR vs CSK LIVE Score: এক ওভারে ৩০ রান নিলেন কামিন্স

স্যাম কারানকে এক ওভারে ৪ ছক্কা ও একটি চার মেরে ৩০ রান নিলেন প্যাট কামিন্স। ১৯ বলে ৪৮ রানে ক্রিজে তিনি। ২৪ বলে ৪৫ রান চাই কেকেআরের।

KKR vs CSK LIVE Score: এলবিডব্লিউ হয়ে ফিরলেন কার্তিক

২৪ বলে ৪০ রান করে লুনগি এনগিডির বলে আউট হলেন দীনেশ কার্তিক। ১৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ১৪৬/৭।

KKR vs CSK LIVE Score: ১২ ওভারের শেষে কেকেআর ১২৩/৬

১২ ওভারের শেষে ৬ উইকেটে ১২৩ রান কেকেআরের। ক্রিজে দীনেশ কার্তিক ১৮ বলে ৩৪ রানে অপরাজিত।

KKR vs CSK LIVE Score: কারানের বলে বোল্ড রাসেল

স্যাম কারানের বলে বোল্ড আন্দ্রে রাসেল (২২ বলে ৫৪ রান)।

KKR vs CSK LIVE Score: ২১ বলে হাফসেঞ্চুরি রাসেলের

রবীন্দ্র জাডেজাকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূর্ণ রাসেলের। ২১ বলে ৫৪ রান করে ক্রিজে তিনি। সঙ্গে দীনেশ কার্তিক ১৪ বলে ২৩ রানে। কেকেআরের স্কোর ১১ ওভারে ১১১/৫।

KKR vs CSK LIVE Score: ঝোড়ো ব্যাটিং রাসেলের, ১০ ওভারের শেষে কেকেআর ৯৭/৫

ঝোড়ো ব্যাটিং রাসেলের, ১০ ওভারের শেষে কেকেআর ৯৭/৫। 

KKR vs CSK LIVE Score: ৯ ওভারের শেষে কেকেআর ৭৩/৫

৯ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৫ উইকেটে ৭৩ রান।

KKR vs CSK LIVE Score: ৭ ওভারের শেষে কেকেআর ৫৩/৫

৭ ওভারের শেষে কেকেআরের স্কোর ৫৩/৫।

KKR vs CSK LIVE Score: এনগিডির বলে ফিরলেন রাহুল

২২১ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয় কেকেআরের। লুনগি এনগিডির বলে আউট রাহুল ত্রিপাঠি। ৩১ রানে ৫ উইকেট হারাল কেকেআর।

KKR vs CSK LIVE Score: একই ওভারে আউট মর্গ্যান-নারাইন

৭ বলে ৭ রান করে দীপক চাহারের বলে কট বিহাইন্ড হলেন অইন মর্গ্যান। ওই ওভারেরই শেষ বলে জাডেজার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সুনীল নারাইন। ৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ৩১/৪।

KKR vs CSK LIVE Score: তিন ওভারের শেষে কেকেআর ১৭/২

শুভমনের পর আউট নীতিশ রানাও। তিন ওভারের শেষে কেকেআর ১৭/২

KKR vs CSK LIVE Score: প্রথম ওভারেই আউট শুভমন

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই দীপক চাহারের বলে আউট শুভমন গিল (১ বলে ০)।

KKR vs CSK LIVE Score: ৯৫ রানে অপরাজিত ডুপ্লেসি

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে সিএসকে তুলল ২২০/৩। ধোনি ৮ বলে ১৭ রান করে আউট হলেও ডুপ্লেসি ৬০ বলে ৯৫ রান করে ক্রিজে ছিলেন। শেষ বলে কামিন্সকে বাউন্ডারির বাইরে ফেলতে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। কিন্তু বাউন্ডারি লাইনে তাঁর লোপ্পা ক্যাচ ফেলে দেন নীতিশ রানা। বল চলে যায় সীমানার ওপরে। ছক্কা মারেন জাডেজা।

KKR vs CSK LIVE Score: মারমুখী ধোনি, দুশোর পথে সিএসকে

মাত্র ৭ বলে ১৭ রান করে ক্রিজে ধোনি। ১৮ ওভারের শেষে সিএসকের স্কোর ১৮৬/২।

KKR vs CSK LIVE Score: নারাইনের এক ওভারে ১৭ রান, ১ উইকেট

সুনীল নারাইনের এক ওভারে উঠল ১৭ রান। ১২ বলে ২৫ রান করে স্টাম্পড হলেন মঈন আলি। ধোনি চার নম্বরে ব্য়াট করতে নেমে শুরুতেই মারলেন বাউন্ডারি। ১৭ ওভারের শেষে সিএসকে ১৭২/২।

KKR vs CSK LIVE Score: ১৬ ওভারের শেষে সিএসকে ১৫৫/১

বড় স্কোরের পথে চেন্নাই। ১৬ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ১৫৫/১। ৪৭ বলে ৬৭ রান করে ক্রিজে ডুপ্লেসি।

KKR vs CSK LIVE Score: ১৪ ওভারের শেষে সিএসকে ১৩০/১

১৪ ওভারের শেষে সিএসকে-র স্কোর ১৩০/১।

KKR vs CSK LIVE Score: ৬৪ রান করে ফিরলেন রুতুরাজ

৪২ বলে ৬৪ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন রুতুরাজ। সিএসকের স্কোর ১১৫/১।

KKR vs CSK LIVE Score: বিধ্বংসী রুতুরাজ, সিএসকে ১১৫/০

বিধ্বংসী ফর্মে রুতুরাজ গায়কোয়াড়। ১২ ওভারের শেষে সিএসকে-র স্কোর ১১৫/০।

KKR vs CSK LIVE Score: ১১ ওভারের শেষে সিএসকে ৯৮/০

১১ ওভারের শেষে সিএসকে-র স্কোর ৯৮/০। হাফসেঞ্চুরি রুতুরাজ গায়কোয়াড়ের।

KKR vs CSK LIVE Score: ১০ ওভারের শেষে সিএসকে ৮২/০

নাইটদের বিরুদ্ধে ভাল শুরু সিএসকে-র। ১০ ওভারের শেষে কোনও উইকেট না হারিয়ে ৮২ রান তুলেছে সিএসকে।

KKR vs CSK LIVE Score: ৮ ওভারের শেষে সিএসকে ৭২/০

৮ ওভারের শেষে কোনও উইকেট না হারিয়ে ৭২ রান তুলল সিএসকে। রুতুরাজ গায়কোয়াড় ৩৯ ও ফাফ ডুপ্লেসি ৩৩ রানে ক্রিজে।

KKR vs CSK LIVE Score: ৬ ওভারের শেষে সিএসকে ৫৪/০

কেকেআরের বিরুদ্ধে ভাল শুরু চেন্নাইয়ের। ৬ ওভারের শেষে সিএসকে ৫৪/০।

KKR vs CSK LIVE Score: ৫ ওভারের শেষে সিএসকে ৪৪/০

কেকেআরের বিরুদ্ধে ভাল শুরু সিএসকের। ৫ ওভারের শেষে তাদের স্কোর বিনা উইকেটে ৪৪ রান।

KKR vs CSK LIVE: ৩ ওভারের শেষে সিএসকে ২৫/০

বল করতে এসে প্রথম ওভারে পুরনো ঝনক দেখালেন নারাইন। দিলেন ৬ রান।

KKR vs CSK LIVE Score: এক ওভারের শেষে সিএসকে ৪/০

বরুণ চক্রবর্তীর প্রথম ওভারে চেন্নাই তুলল বিনা উইকেটে ৪ রান।

KKR vs CSK LIVE Score: ব্র্যাভোর বদলে এনগিডিকে খেলাচ্ছে সিএসকে

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), লুনগি এনগিডি, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।

KKR vs RCB LIVE Score: হরভজনের বদলে কমলেশ, শাকিবের জায়গায় নারাইন

কলকাতা নাইট রাইডার্স দল: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, অইন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী ও প্রসিদ্ধ কৃষ্ণ।

KKR vs CSK LIVE Score: শাকিবের পরিবর্তে দলে নারাইন, বাদ হরভজন

বুধবার সিএসকে-র বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং নিল কেকেআর। প্রত্যাশা মতোই শাকিব আল হাসানের পরিবর্তে দলে ফিরেছেন সুনীল নারাইন। বাদ পড়েছেন হরভজন সিংহ। 

প্রেক্ষাপট

মুম্বই: সুনীল নারাইন। এই একটি নাম নিয়ে যাবতীয় কৌতূহল ছিল কেকেআর সমর্থকদের। কোথায় নারাইন? উত্তর হচ্ছে, তিনি দলের সঙ্গেই রয়েছেন। কেন খেলানো হচ্ছে না তাঁকে? কেকেআরের কোচ ব্রেন্ডন ম্যাকালাম জানিয়েছিলেন, তাঁর চোট রয়েছে। কিন্তু কী সেই চোট, কতটা গুরুতর, কিছুই খোলসা করে বলেননি নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।


অবশেষে বুধবার নারাইনকে খেলাচ্ছে কেকেআর। শাকিব আল হাসানের পরিবর্তে। স্বস্তি কেকেআর সমর্থকদের মধ্যে।


টুর্নামেন্টে কেকেআর ও সিএসকে, দুই দলের ভাগ্যই পাল্টেছে। প্রথম ম্যাচে হেরেছিল সিএসকে। জিতেছিল কেকেআর। তারপর থেকে যেন ভাগ্যের চাকা একশো আশি ডিগ্রি ঘুরে গিয়েছে দুই দলের। কেকেআর পরের দুই ম্যাচ হেরে বসেছে। আর পরপর দু ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে সিএসকে। বুধবার জয় মানেই প্লে অফের দৌড়ে ভালমতোই ঢুকে পড়া। সুযোগ হাতছাড়া করতে চাইবেন না ধোনিরা, বলাই বাহুল্য।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.