দুবাই: টুর্নামেন্টের অন্যতম সেরা ২ দলের লড়াই। জয় পাওয়ার জন্য মরিয়া ২ দলের ২২ গজে মুখোমুখি লড়াই। দুবাইয়ে মুখোমুখি লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৫ রান তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মরুশহরে ব্যাট হাতে ঝড় তুললেন গ্লেন ম্যাক্সওয়েল। অর্ধশতরান করে নজির গড়লেন বিরাট কোহলি। জয়ের জন্য মুম্বইয়ের ১৬৬ রান করতে হবে। 


এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা দেবদত্ত পাড়িক্কলকে এদিন খাতাই খুলতে দেননি বুমরা। ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর শ্রীকর ভরতকে সঙ্গে নিয়ে চালিয়ে খেলা শুরু করেন বিরাট। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১০ হাজার রান পূরণ করলেন কিং কোহলি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে রবিবার ওপেনে নেমেই এই মাইলস্টোন স্পর্শ করেন কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবেও এই নজির গড়়লেন বিরাট। রোহিতের দলের বিরুদ্ধে রবিবার মাঠে নামার আগে ১০ হাজার রানের থেকে মাত্র ১৩ রান পেছনে ছিলেন বিরাট। এদিন মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নেমেই সেই লক্ষ্যপূরণ করে ফেলেন ভারত অধিনায়ক। তবে অর্ধশতরানের পরই আউট হয়ে যান তিনি। বিরাট নিজের ক্রিকেট কেরিয়ারে জাতীয় দল ছাড়াও আইপিএলে আরসিবি ও ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেছেন। 


কিন্তু এদিন গ্লেন ম্যাক্সওয়েল ছিলেন তাঁর পুরনো মেজাজে। রিভার্স স্যুইপে ছক্কা হাঁকানোর জন্য বিখ্যাত তিনি। এদিনও বেশ কয়েকবার তার নিদর্শন পাওয়া গেল। মাঠের চারধার ধরেই চার-ছক্কা। ৩৭ বলে ৬টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৫৬ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। শেষদিকে মূলত তাঁর ব্যাটিং বিক্রমেই আরসিবি দেড়শোর গণ্ডি পেরিয়ে যায়। মুম্বই বোলারদের মধ্যে এদিন ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বুমরা। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও রাহুল চাহার।