দুবাই: দল ভাল ফর্মে নেই। আইপিএলে আমিরশাহিতে এখনও জয় আসেনি। কিন্তু এর মধ্যেই নতুন নজির গড়লেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১০ হাজার রান পূরণ করলেন কিং কোহলি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে রবিবার ওপেনে নেমেই এই মাইলস্টোন স্পর্শ করেন কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবেও এই নজির গড়়লেন বিরাট। রোহিতের দলের বিরুদ্ধে রবিবার মাঠে নামার আগে ১০ হাজার রানের থেকে মাত্র ১৩ রান পেছনে ছিলেন বিরাট। এদিন মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নেমেই সেই লক্ষ্যপূরণ করে ফেলেন ভারত অধিনায়ক। বিরাট নিজের ক্রিকেট কেরিয়ারে জাতীয় দল ছাড়াও আইপিএলে আরসিবি ও ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেছেন। 


এদিন দুবাইয়ে মাঠে নামার আগে ৯৯৮৭ রান ছিল ঝুলিতে বিরাটের। এদিন অর্ধশতরানের ইনিংস খেলেন কোহলি। যদিও ৫১ রান করেই ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১০ হাজার রান পূরণ করার তালিকায় যদিও বিরাট পঞ্চম স্থানে রয়েছে বিশ্ব ক্রিকেটে। ক্রিস গেইল ১৪, ২৬১ রান করে তালিকায় প্রথম স্থানে রয়েছেন। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জাতীয় দলের টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়তে চলেছেন বিরাট। এমনকী আরসিবি আমিরশাহিতে মাঠে নামার আগেও একটি ঘোষণা করেছিলেন ৩২ বছরের এই তারকা ক্রিকেটার। আরসিবির জার্সিতে ২০১৩ সাল থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। কিন্তু আগামী মরসুম থেকে আর এই দলের অধিনায়ক হিসেবেও দেখা যাবে না তাঁকে। শুধুমাত্র ব্যাটিংয়েই মনোযোগ দিতে চান কোহলি। এমনটাই জানিয়েছেন তিনি। 


আর আরসিবি ক্রমশ তলিয়ে চলেছে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি হার। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে নেমে এসেছেন বিরাটরা। সংযুক্ত আরব আমিরশাহিতে শেষ সাতটি ম্যাচে পরাজয় হজম করতে হয়েছে আরসিবিকে। ২০২০ সালের আইপিএল হয়েছিল মরুদেশে আর সেবার শেষ পাঁচটি ম্যাচ টানা হেরেছিলেন বিরাটরা। এবার দুটি ম্যাচে হারলেন। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াল সাতে। এবারের আইপিএলে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিই হেরে গিয়েছে আরসিবি।