দুবাই: ম্যাচের শুরুটা দেখে কখনওই মনে হয়নি যে ম্যাচের মোড় এভাবে ঘুরে যাবে, তা কেউই ভাবেননি। একের পর এক বল আছড়ে পড়ছে গ্যালারিতে। বুধবার আইপিএলের ২২ গজে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নেমেছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৪৯ রান তুলল রাজস্থান শিবির। যদিও ওপেনিংয়ে এদিন ঝোড়ো শুরু করেছিলেন রাজস্থানের ২ ওপেনার এভিন লুইস ও যশস্বী জয়সবাল। তবে তাঁরা আউট হতেই ধীরে ধীরে রানের গতি কমতে থাকে। 


এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। আগের ম্যাচে রাজস্থান শিবিরে লুইসকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু এদিন একাদশে ফেরেন লুইস। আর মাঠে ফিরেই ব্যাট হাতে ঝড় তোলা শুরু করেন ক্যারিবিয়ান তারকা। ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে লুইস ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। অন্যদিকে ২২ বলে ৩১ রানের ইনিংস খেলেন যশস্বী। তিনি ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। দুজনে মিলে বোর্ডে ৭৭ রান ওপেনিংয়ে তুলে দিয়েছিলেন। রাজস্থান শিবিরে প্রথম আঘাত হানেন ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। তাঁর বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান যশস্বী। নিজের অর্ধশতরান পূরণ করার পরে বেশিক্ষণ টেকেননি লুইসও। ১১ ওভারে দলকে একশোর গণ্ডি ছুঁইয়ে দিয়ে আউট হন তিনি।


এরপরও মনে হচ্ছিল যে রাজস্থান দুশোর কাছাকাছি পৌঁছে যাবে। তবে সঞ্জু স্যামসন এদিন মাত্র ১৯ রান করে ফিরতেই সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। ২টো ওভার বাউন্ডারি হাঁকিয়ে বড় রান তোলার আশা জাগিয়েও হতাশ করেন সঞ্জু। তাঁকে ফেরান বাংলার হয়ে রঞ্জিতে অনবদ্য পারফর্ম করা শাহবাজ আহমেদ। এদিন ২ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন শাহবাজ। সঞ্জু ছাড়া তাঁর দ্বিতীয় শিকার রাহুল তেওটিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ১৪৯ রান তোলে রাজস্থান রয়্যালস। এদিনও আরসিবির বোলারদের মধ্যে এদিনও সবচেয়ে সফল হর্ষল পটেল। এদিন ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি।