মুম্বই : ব্লকবাস্টার শনিবারে জোড়া ম্যাচে আইপিএলের মঞ্চ দেখল তরুণ তুর্কিদের দাপট। বিশের মঞ্চে নিজেদের জাত চেনানো সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), বিরাট কোহলিরা (Virat Kohli) উজ্জ্বল হলেও দিনের আলো যেন শুষে নিলেন অনুজ রাওয়াত (Anuj Rawat) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)।
যে পথে দিনের দুই ম্যাচ
আইপিএলে শনিবারের দুটি ম্যাচেই রান তাড়া জিতল দুই দল। প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে লড়াকু ১৫৪ রান তোলে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। জবাবে ব্যাট করতে নেমে ১৪ বল বাকি থাকলেই জয়ের লক্ষ্যমাত্রা ১৫৫ রানে পৌঁছে যায় সানরাইজার্স হায়দারবাদ (Sunrisers Hydrabad)। হায়দরাবাদের হয়ে রান তাড়া করার পথে ৫০ বলে ৫ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে ৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন অভিষেক। ম্যাচের সেরাও হন তিনি। কার্যত একা হাতে দলকে জয়ের রাস্তায় পৌঁছে দেন এই বাঁ হাতি ব্যাটার।
মুম্বই বনাম ব্যাঙ্গালোর ম্যাচ
অপরদিকে, অন্য ম্যাচে সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৫১ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলি (৪৮) ও অনুজ রাওয়াতের (৬৬) দুরন্ত ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় ব্যাঙ্গালোর। দীর্ঘদিন পর যেমন ক্লাসিক চেজ মাস্টার বিরাট কোহলির দেখা মিলল, তেমনই নজর কাড়লেন অনুজ। ৭ বলে ২ টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬ রান করে অনুজ ফিরলেও দলকে টানতে থাকেন বিরাট। ৩৬ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রানের ঝকঝকে ইনিংস খেললেও হাফসেঞ্চুরি ফসকান কোহলি।
আরও পড়ুন- ঋষভদের বিরুদ্ধে লড়াই শ্রেয়সদের, মুখোমুখি দিল্লি-কলকাতা ডুয়েলে পরিসংখ্যানের হাল-হকিকত