মুম্বই: পয়েন্ট টেবিলে দল ৯ নম্বরে। তবু এবারের আইপিএলে (IPL) রেকর্ড গড়ল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। একমাত্র দল হিসাবে এবারের আইপিএলে চারবার দুশো পেরল সিএসকে-র স্কোর। রবিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে প্রথমে ব্যাট করে সিএসকে তুলল ২০৮/৬। ম্যাচ জিততে ২০৯ রান তুলতে হবে ঋষভ পন্থদের।


আর ধোনিদের বড় ইনিংসের নায়ক ডেভন কনওয়ে। ইনিংস ওপেন করতে নেমে ৪৯ বলে ৮৭ রান করলেন তিনি। কনওয়ের ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। কনওয়েকে যোগ্য সঙ্গত করলেন রুতুরাজ গায়কোয়াড়। ৩৩ বলে ৪১ রান করলেন তিনি। রুতুরাজের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। সিএসকে-র দুই ওপেনার মিলে ১১ ওভারে ১১০ রান যোগ করেন। সেখানেই মোটামুটি ঠিক হয়ে যায় যে, বড় স্কোর করবে সিএসকে। তিন নম্বরে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেন শিবম দুবেও। ১৯ বলে ৩২ রান করেন তিনি। মাত্র ৮ বলে ১টি চার ও জোড়া ছক্কা মেরে ২১ রান করে অপরাজিত ছিলেন ধোনি।


টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। পন্থও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।


দিল্লি বোলারদের মধ্যে এনরিক নোখিয়া ৩ উইকেট পেলেও ৪২ রান খরচ করেছেন। খলিল আমেদের ২ উইকেট। এক উইকেট মিচেল মার্শের।


আরও পড়ুন: ধোনি নয়, ভারতীয় দলের অধিনায়ক হওয়ার কথা ছিল যুবরাজের? ফাঁস হল চাঞ্চল্যকর ঘটনা