মুম্বই: আইপিএলে আজ মুখোমুখি পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। প্রথম লেগের ম্যাচে ২ দলের সাক্ষাতে ৫৪ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল পাঞাব। আজ রবীন্দ্র জাডেজার দলের সামনে তাই পাল্টা সুযোগ প্রতিশোধ নেওয়ার। ২ টো দলই এখনও পর্যন্ত সমসংখ্যক ম্যাচ খেলেছে। ময়ঙ্কের পাঞ্জাব কিংস (Punjab Kings) যেখানে ৭ ম্যাচের মধ্যে ৩টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। সেখানে জাডেজার (Ravindra Jadeja) নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ৭ ম্যাচ খেলে ২ টো মাত্র ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। এই ম্যাচে জিতলে পাঞ্জাবের পক্ষে প্লে অফে ওঠার সুযোগ বেঁচে থাকবে অবশ্যই। তবে চেন্নাই যদি এই ম্যাচে হেরে যায় তবে তাঁদের প্লে অফের ওঠার রাস্তা প্রায় নেই বললেই চলে। 


আজ আইপিএলে 


পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স


কোথায় খেলা



ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই


কখন শুরু


খেলা শুরু সন্ধে ৭.৩০


কোথায় দেখা যাবে


ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে


পয়েন্ট টেবিলে কে, কোথায়?


এখনও পর্যন্ত ৭টি করে ম্যাচ খেলেছে ২ দলই। তবে সাত ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে ময়ঙ্ক অগ্রবালের পাঞ্জাব কিংস। অন্যদিকে সাত ম্য়াচের মধ্যে ২টো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। 


 


নিজেদের শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। বিশেষ করে ফিনিশার ধোনির ব্যাট আবার জ্বলে উঠেছে। তা চেন্নাই সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে। এই ম্যাচে টপ অর্ডারে রুতুরাজ গায়কোয়াড ও রবিন উথাপ্পার ব্যাটেও রান পাওয়ার আশা থাকবে। অন্যদিকে পাঞ্জাব তাঁদের শেষ ২ ম্যাচে টানা হেরেছে। দলের তারকা ব্যাটার বেয়ারস্টো এখনও ছন্দে নেই। ময়ঙ্কের ব্যাটে ধারাবাহিকতার অভাব। সিএসকে ম্যাচে জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে তারাও।