মুম্বই: শিবিরে করোনা আতঙ্ক। একাধিক ক্রিকেটার সংক্রমিত হওয়ার খবর ভয় ধরাচ্ছে বাকি সব দলকেও। মাঠে নেমে অবশ্য দিল্লি ক্যাপিটালসের (DC) ক্রিকেটারেরা অস্বস্তির কোনও চিহ্ন দেখাননি। বরং বৃহস্পতিবার ব্রেবোর্ন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে (PBKS) ৯ উইকেটে উড়িয়ে দিয়ে ঋষভ পন্থরা (Rishabh Pant) যেন বার্তা দিলেন, করোনাও তাঁদের মানসিকভাবে টলাতে পারেনি।


গুরুত্বপূর্ণ জয়


দলের বড় জয়ের পর দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার ললিত যাদব (Lalit Yadav) বলেছেন, 'ছন্দ তৈরি করতে এরকম জয় ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা টুর্নামেন্টের শুরু থেকে ভাল ক্রিকেট খেলছি, কিন্তু ধারাবাহিকতা দেখাতে পারছি না। তবে পাঞ্জাবের বিরুদ্ধে তিনটি বিভাগেই দাপট দেখিয়েছি। সেটাই আমাদের লক্ষ্য। খুব প্রয়োজনীয় এই জয়। দলের আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে এই জয়। শিবিরে একটা দারুণ আবহ তৈরি হয়ে গিয়েছে।'


ম্যাচের আগে করোনার প্রাদুর্ভাব গোটা দলকে যে মানসিকভাবে চাপে ফেলেছিল, জানিয়েছেন ললিত। যিনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২ ওভারে মাত্র ১১ রান খরচ করে ২ উইকেট পেয়েছেন। ললিত বলেছেন, 'আমরা শুধু ঠিক করেছিলাম ম্যাচটা উপভোগ করব ও নিজেদের একশো শতাংশ দেব। ম্যাচের ওপরই মনোনিবেশ করেছিলাম। আগারে দিন আমাদের ট্রেনিংও হয়েছিল। অর্থাৎ এই নয় যে, আমরা ক্রিকেট থেকে দূরে ছিলাম। ঘটনা হচ্ছে আমরা জানতাম না ম্যাচটা হবে কি না। নিজেদের দক্ষতা নিয়ে আমাদের মনে কোনও সংশয় ছিল না।'


 ইতিবাচক গোটা দল


পাঞ্জাব কিংসকে বিশাল ব্যবধানে হারানোরর পর গোটা দলের আবহ বদলে গিয়েছে বলেও জানিয়েছেন ললিত। বলেছেন, 'জয়ের পর গোটা দলের মানসিকতাই পাল্টে গিয়েছে। জেতার পর সব কিছুই ইতিবাচক মনে হয়। সে যতই মাঠে ভুল করে থাকি না কেন। যখন দু'দিনের মধ্যে আমরা আর একটা ম্যাচ খেলতে নামছি, তখন এই মনোভাব ভীষণ জরুরি।'


আরও পড়ুন: উনিশেই মৃত্যু বাংলার প্যারা সাঁতারুর, অর্থাভাবে মিলছে না দেহ, দিশেহারা বাবা