কলকাতা: রবিবার সন্ধ্যায় মহম্মদ শামি (Mohammed Shami) যখন কেরিয়ারের প্রথম আইপিএল (IPL) ট্রফি জয়ের লক্ষ্যে আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নামবেন, তিনি তখন ক্রিকেট থেকে কয়েক যোজন দূরে। একটা সময় আইপিএলের একটি শো-তেই শামির সঙ্গে তাঁর আলাপ, প্রেম, বিয়ে। কিন্তু এখন আইপিএল শুনলেই যেন বিরক্ত হন। মহম্মদ শামি কলকাতায় এসে প্লে অফ খেলে গিয়েছেন জানেন। কিন্তু কবে বা কাদের বিরুদ্ধে সেই ম্যাচ ছিল, তা নিয়ে সম্পূর্ণ অন্ধকারে।
হাসিন জাহানের (Hasin Jahan) কাছে এখন ক্রিকেট বা আইপিএল যেন ভিনগ্রহের কোনও প্রাণী!
শামির সঙ্গে আইনি লড়াই চলছে। হাসিনের দিনের একটা বড় অংশ কেটে যায় আদালত আর আইনজীবীদের দফতরে। সেই সঙ্গে কন্যা আইরার পড়াশোনা, নাচের ক্লাস। নিজে ফের মডেলিংয়ে নামার চেষ্টা করছেন। এত ব্যস্ততার মাঝে আইপিএল নিয়ে ভাবার সময় কই!
শনিবার দুপুরে এবিপি লাইভকে হাসিন বললেন, 'আইপিএল দেখছি না। তাই কোনও খবরও বলতে পারব না।' শামি কলকাতায় খেলে গেলেন, ম্যাচ দেখেননি? একটা সময় ডানহাতি পেসারের ম্যাচ দেখতে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দৌড়ে যেতেন। কিন্তু এখন যেন ক্রিকেট নামেই বিরক্ত। হাসিন বললেন, 'শামি কলকাতায় খেলতে এসেছিল শুনেছি। কিন্তু আমি ক্রিকেট দেখি না। কাদের সঙ্গে, কবে ম্যাচ ছিল কিছুই জানি না। বরং ভাল কিছু সিনেমা দেখলাম। ভুলভুলাইয়া টু দেখলাম। অপরাজিত দেখলাম। বেবোও (মেয়ে আইরার ডাকনাম) খুব উপভোগ করেছে।'
আইরার স্কুলে গ্রীষ্মকালীন ছুটি চলছে। গরমের ছুটিতে মেয়েকে নিয়ে দার্জিলিং থেকে ঘুরে এসেছেন সদ্য। হাসিন বললেন, 'খুব উপভোগ করেছে বেবো।'
রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের (RR vs GT) জার্সিতে আইপিএল ফাইনালে খেলতে নামছেন শামি। তিনি নিজে বল হাতে দুরন্ত ছন্দে। চলতি টুর্নামেন্টে ১৫ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন। পাওয়ার প্লে-তে ভয়ঙ্কর হয়ে উঠছেন বল হাতে। রবিবার জয় মানে কেরিয়ারের প্রথম আইপিএল ট্রফি। শামির খেলা দেখবেন না? হাসিন বলছেন, 'না। আমার ক্রিকেটে আর কোনও আগ্রহ নেই। বেবোও ক্রিকেট পছন্দ করে না।'
হাসিনের জগতে এখন বাইশ গজ যেন অস্তিত্বহীন।
আরও পড়ুন: অবিশ্বাস্য মরসুম! এবিপি লাইভের প্রশ্নে গুজরাতের সাফল্যের মন্ত্র জানালেন 'কিলার মিলার'