কলকাতা: প্রথমবার আইপিএল (IPL) খেলতে নেমেই হইচই ফেলে দিয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। গ্রুপ পর্বে ১৪ ম্যাচে ১০টি জয়। পয়েন্টের বিচারে অন্য সব দলের ধরাছোঁয়ার বাইরে। কোয়ালিফায়ারেও দাপট দেখিয়েছেন হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya। ইডেনে (Eden Gardens) সহজে ম্যাচ জিতে পৌঁছে গিয়েছেন ফাইনালে। নতুন দল, নতুন সমস্ত ক্রিকেটার। অথচ এই অল্প সময়ে মাঠে অপ্রতিরোধ্য হয়ে ওঠার নেপথ্যে কী?


আইপিএল ফাইনালের আগে ডেভিড মিলারের (David Miller) কাছে জানতে চেয়েছিল এবিপি লাইভ। জানতে চাওয়া হয়েছিল, গুজরাতের মিডল ও লোয়ার মিডল অর্ডারে মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান মিলে যেরকম সব অবিশ্বাস্য ম্যাচ জিতিয়েছেন, তাতে তো প্রতিপক্ষ বোলাররা রীতিমতো আতঙ্কিত হয়ে থাকেন। বিষয়টা কতটা উপভোগ্য?


মিলার বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে চার, পাঁচ, ছয় ও সাত নম্বর ব্যাটারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ভাল শুরু করাটা গুরুত্বপূর্ণ। কিন্তু যখন চাপ আসে, বিশেষ করে রান তাড়া করার সময় যখন ওভার প্রতি নির্দিষ্ট রান তুলতে হয়, তখন মিডল ও লোয়ার মিডল অর্ডারের অবদান ভীষণ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মিডল অর্ডার শক্তিশালী হলে যে কোনও লক্ষ্য তাড়া করে ম্য়াচ জেতা যায়।'


সেই সঙ্গে গুজরাতের সাফল্যের মন্ত্রও জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা। বিধ্বংসী ব্য়াটিংয়ের জন্য ক্রিকেটবিশ্বে যিনি 'কিলার মিলার' নামে পরিচিত। 'এই মরসুমে যেটা আমাদের পক্ষে গিয়েছে সেটা হল দলীয় সংহতি। আমরা একে অপরের দক্ষতায় বিশ্বাসী। প্রত্যেকে প্রত্যেককে সমর্থন করে। এক এক ম্যাচে এক একজন ভাল খেলেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ছন্দ ধরে রাখা খুব জরুরি আর সেটা আমরা পেরেছি। দলের এক একজন ক্রিকেটার এক এক ধরনের প্রাণশক্তি যোগ করছে,' বলছিলেন মিলার। যোগ করলেন, 'আমাদের মরসুমটা অবিশ্বাস্য কাটছে। এমন সব ম্যাচ জিতেছি যা আগে কখনও দেখিনি। আমরা সেটাই করে দেখিয়েছি। অনেক কিছুই একত্রিত হয়ে আমাদের পক্ষে গিয়েছে। আমরা কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করছি না। নিজেদের মতো করে খেলছি। খুব শান্ত, সংযত ও ফুরফুরে মেজাজে থাকছি। সেটাই আমাদের সাফল্যের মন্ত্র।'


আরও পড়ুন: চলতি আইপিএলে নিজের চতুর্থ সেঞ্চুরি, জস যেন সত্যিই 'বস'