আমদাবাদ: প্রথমবার আইপিএলে (IPL) অভিষেক হয়েছিল এই দলটির। অতি বড় সমর্থকও হয়ত আশা করেননি যে প্রথমবারেই তারা ফাইনাল খেলবে। কিন্তু সেটাই হয়েছে। দেশি-বিদেশি তরুণ, অভিজ্ঞ তারকার সম্মিলিত প্রয়াসে আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। ফাইনালে সঞ্জু স্যামসনের রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামবে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বাধীন গুজরাত দল। এক নজরে দেখে নেওয়া যাক গুজরাতের এই মরসুমে রোড টু ফাইনাল -


লিগ পর্বে প্রথম ধাপে ৬ ম্যাচ জয়, ১ হার


আইপিএলের শুরু থেকেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছিল গুজরাত টাইটান্স। প্রথম ম্যাচে আরেক অভিষেককারী দল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৫ উইকেটে দুর্দান্ত জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছিল গুজরাত। এরপর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রানে ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় হার্দিক বাহিনী। কিন্তু এরপর তাদের প্রথম হার আসে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। কিন্তু পরের তিন ম্যাচে যথাক্রমে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে জায়গা করে নেয় গুজরাত। 


লিগের দ্বিতীয় পর্বে ৪ ম্যাচ জয়, ৩ হার


টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে অবশ্য গুজরাতকে ৩ ম্যাচ হারতে হয়। কিন্তু শুরুটা এখানেও দারুণ হয় হার্দিকদের। সানরাইজার্সের বিরুদ্ধে রান তাড়া করে দুর্দান্ত জয় তেওয়াটিয়ার বিধ্বংসী ইনিংসের মাধ্যমে। এরপর রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেও হারায় গুজরাত। এরপর যদিও তিনটি হার আসে। কিন্তু শেষ পর্যন্ত ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল শীর্ষে থেকে প্লে অফে প্রথম দল হিসেবে চলে যায় গুজরাত টাইটান্স। 


প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান বধ করে সরাসরি ফাইনালে


রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ১৮৮/৬ তাড়া করতে নেমে শেষ ওভারে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) দরকার ছিল ১৬ রান। বল ছিল প্রসিদ্ধ কৃষ্ণর হাতে। যিনি তার আগে পর্যন্ত ৩ ওভারে মাত্র ২২ রান খরচ করেছিলেন। গুজরাত শিবিরে সকলের চোখেমুখে উৎকণ্ঠা। পরের তিন বলে তিনটি ছক্কা মেরে ম্যাচের রং পাল্টে দিলেন ডেভিড মিলার। বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য ক্রিকেটবিশ্ব যাঁকে চেনে কিলার মিলার নামে। তিন বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলল গুজরাত। ৭ উইকেটে ম্যাচ জিতে হার্দিক পাণ্ড্যরা পৌঁছে গেলেন আইপিএল ফাইনালে। ঘরের মাঠে ট্রফি জয়ের সুযোগ হার্দিকদের সামনে। কারণ, ২৯ মে আইপিএলের ফাইনাল আমদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে।