পুণে: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার কুইন্টন ডি কক। তাঁর ২৯ বলের ইনিংসে ছিল তিনটি ছক্কা ও চারটি বাউন্ডারি। দীপক হুডা করেন ৪১ রান। তাঁর ২৭ বলের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও দু’টি ছক্কা। ক্রুণাল পাণ্ড্য করেন ২৫ রান। মার্কাস স্টোইনিস ১৪ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ১৯-তম ওভারে শিবম মাভির বলে পরপর তিনটি ছক্কা মারেন। ১৫ রান করে অপরাজিত থাকেন আয়ুষ বাদোনি। ৪ বলে ১৩ রান করেন জেসন হোল্ডার।


রাসেলের জোড়া উইকেট


কেকেআর-এর হয়ে ২২ রান দিয়ে ২ উইকেট নেন আন্দ্রে রাসেল। একটি করে উইকেট নেন টিম সাউদি, সুনীল নারিন ও শিবম মাভি।


ব্যাটিং করতে নেমে শুরুতেই অধিনায়ক কে এল রাহুলের (০) উইকেট হারায় লখনউ। কোনও বল না খেলেই রান আউট হয়ে যান রাহুল। এরপর তিন নম্বরে নামা  হুডাকে নিয়ে লড়াই শুরু করেন ডি কক। তাঁদের জুটিতে যোগ হয় ৭১ রান। ডি কক ফিরে যাওয়ার পর চার নম্বরে নেমে ক্রুণালও লড়াই করেন। শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেন স্টোইনিস ও হোল্ডার। 


কেকেআর-এ ডু অর ডাই ম্যাচ


প্লে-অফের যোগ্যতা অর্জন করার আশা জিইয়ে রাখতে হলে আজকের ম্যাচ জিততেই হবে কেকেআর-কে। এখন পয়েন্ট তালিকায় আট নম্বরে কেকেআর। আজকের ম্যাচ জিততে না পারলে প্লে-অফে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে যাবে। তাই বড় রান তাড়া করে জিততেই হবে শ্রেয়স আইয়ার, রাসেলদের। অন্যদিকে, আজকের ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যেতে পারে লখনউ। ফলে রাহুলরাও আজকের ম্যাচ জিততে মরিয়া। রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে কেকেআর।