মুম্বই: আইপিএল-এ (IPL 2022) প্রতিপক্ষ হলেও, জাতীয় দলে সতীর্থ। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সম্পর্ক বেশ ভাল। এই দুই ক্রিকেটারের স্ত্রীর মধ্য়েও সম্পর্ক ভাল। গতকাল মুম্বই-রাজস্থান ম্যাচ চলাকালীন ফের সেটা দেখা গেল। রোহিত মাত্র ২ রান করার পরেই অশ্বিনের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপরেই দেখা যায়, তাঁর স্ত্রী রিতিকা সাজদে (Ritika Sajdeh) মুষড়ে পড়েছেন। তাঁর কাছে গিয়ে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন অশ্বিনের স্ত্রী পৃথী নারায়ণন (Prithi Narayanan)। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল।


রোহিতের জন্মদিনে মুম্বইয়ের জয়


গতকাল ছিল রোহিতের জন্মদিন। ফলে তাঁর কাছ থেকে বড় ইনিংসের আশায় ছিলেন মুম্বইয়ের সমর্থকরা। রোহিত নিজেও টানা আট ম্যাচে হারের পর দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতাতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ইনিংস মাত্র পাঁচ বল স্থায়ী হয়। আউট হয়ে যাওয়ার পর রোহিত নিজেও হতাশ হয়ে মাঠ ছাড়েন। তবে তাঁর চেয়েও বেশি ভেঙে পড়েন রিতিকা। শেষপর্যন্ত মুম্বই চলতি আইপিএল-এ প্রথম জয় পাওয়ার পর অবশ্য রোহিতের স্ত্রীর মুখে হাসি ফোটে।


মুম্বইয়ের প্রথম জয়


এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত। প্রথমে ব্যাটিং করতে নেমে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান করে। সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার জশ বাটলার, যিনি চলতি আইপিএল-এ অসাধারণ ফর্মে। তাঁর ৫২ বলের ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও চারটি ছক্কা। মুম্বইয়ের তরুণ স্পিনার হৃতিক শকিনের বলে পরপর চারটি ছক্কা মারার পর সেই ওভারেই আউট হয়ে যান বাটলার। অপর ওপেনার দেবদত্ত পাড়িক্কল করেন ১৫ রান। ১৬ রান করেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। শেষদিকে ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেন অশ্বিন।


মুম্বইয়ের হয়ে দু’টি করে উইকেট নেন হৃতিক ও রিলি মেরিডিথ। একটি করে উইকেট নেন ড্যানিয়েল স্যামস ও কুমার কার্তিকেয়।


রান তাড়া করতে নেমে মুম্বই তৃতীয় ওভারেই অধিনায়কের উইকেট হারালেও, সূর্যকুমার যাদবের ৫১, তিলক বর্মার ৩৫, ঈশান কিষানে ২৬ রানের সুবাদে চার বল বাকি থাকতেই জয় পায়। ২০ রানে অপরাজিত থাকেন টিম ডেভিড।


রাজস্থানের হয়ে একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, অশ্বিন, যুজবেন্দ্র চাহল ও কুলদীপ সেন।