ঢাকা: মার্ক উডের পরিবর্ত হিসাবে তাঁকে খেলাতে চেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ব্যর্থ মনোরথ হতে হচ্ছে গৌতম গম্ভীরদের। তাসকিন আমেদকে (Taskin Ahmed) আইপিএল খেলার ছাড়পত্র দিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, তাসকিনকে বোঝানো হয়েছে যে, তিনি এখন বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ এবং সেই কারণেই তাঁকে এখন ছাড়া যাবে না।


আইপিএল (IPL) শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। তার আগে জোরাল ধাক্কা খেয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। চোটের জন্য ছিটকে গিয়েছেন মার্ক উড (Mark Wood)। দু-এক ম্যাচ নয়, পুরো আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন ইংরেজ তারকা। যাঁকে সাড়ে সাত কোটি টাকা খরচ করে কিনেছিল সঞ্জীব গোয়েঙ্কার দল।


গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পান উড। পরীক্ষা করার পরে চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েক সপ্তাহ বল করতে পারবেন না তিনি। তার পরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) তরফে সে কথা লখনউ ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে উডের বিকল্প কে হবেন, সেই নাম এখনও পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি কে এল রাহুলের (KL Rahul) দল।


শোনা যাচ্ছে, এলএসজি-র মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) গত রবিবার সন্ধ্যায় ঢাকায় ফোন করেন। তিনি তাসকিনকে আইপিএলের জন্য চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব দেন। গম্ভীর শর্ত রাখেন যে, তাসকিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না। বাংলাদেশ সংবাদমাধ্যমের দাবি, গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের হয়ে পুরো মরসুমের জন্য তাসকিনকে চান। সেই সঙ্গে গম্ভীর নাকি জানান যে, তাসকিনকে আইপিএলে খেলতে হলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের আসন্ন দুই টেস্টের সিরিজ খেললে চলবে না।


তাসকিনকে বিসিবি আইপিএল খেলার ছাড়পত্র (NOC) দেয়নি বলেই জানা যাচ্ছে। বিসিবি-র ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, "দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজ ছাড়াও আমাদের হোম সিরিজ রয়েছে ভারতের বিরুদ্ধে। এই অবস্থায় তাসকিনের আইপিএল খেলা ঠিক হবে বলে আমরা মনে করছি না।"


এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান, দিল্লি কাপিটালসের হয়ে খেলবেন এই বাঁহাতি পেস বোলার।