মুম্বই: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে ১২ উইকেট নিয়ে ভারতের জয়ের অন্যতম কাণ্ডারি তিনি। কপিল দেবের (Kapil Dev) রেকর্ড ভেঙেছেন। টেস্টে এখন মোট উইকেট সংখ্যা ৪৪২। ভারতীয়দের মধ্যে দ্বিতীয়। অনিল কুম্বলের পরেই। সব মিলিয়ে বিশ্বক্রিকেটে অষ্টম সর্বোচ্চ উইকেটশিকারি।


আইপিএলে (IPL) নতুন দলের জার্সিতে অভিযান শুরুর আগে আর অশ্বিন (R Ashwin) অবশ্য সংখ্যা নিয়ে ভাবতে নারাজ। সাফ জানিয়ে দিয়েছেন, সংখ্যা কেরিয়ারের একটা অংশমাত্র। সংখ্যাই সব নয়।


এবারের আইপিএলে অশ্বিন খেলবেন রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals)। মুম্বইয়ে রাজস্থান শিবিরে যোগ দিয়েছেন তামিলনাড়ুর তারকা। রাজস্থানের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'রেকর্ড হয়েছে ভাল। সংখ্যা দেখতে ভাল লাগে। তবে যত বেশি খেলছি, তত মনে হচ্ছে যে, সংখ্যাটা সফরের একটা অংশমাত্র। সংখ্যাই সব নয়।'


আইপিএল নিয়েই রোমাঞ্চিত অশ্বিন। বলেছেন, 'আইপিএল খুব কঠিন একটা প্রতিযোগিতা। শিশির, পিচ, বিপক্ষ অনেক কিছু নিয়ে এখানে ভাবতে হয়। যে কোনও একটা জিনিস খেলাটাকে বদলে দিতে পারে। তাই অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হয়। নিজেকে সব সময় প্রস্তুত রাখতে হয়। তবে ব্যক্তিগত ভাবে আমার কাছে আইপিএল একটা প্রবল উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা। নিজের সামনে পরীক্ষা-নিরীক্ষার একটা দরজা খুলে দেয় আইপিএল। সাফল্যের কথা না ভেবেই এখানে পারফর্ম করতে পারি।'


অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে তিনি। মাঝে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। এরপর অস্ত্রোপচার করার পরে ফিরে এসেও জাতীয় দলে সুযোগ আসেনি। কিন্তু বাঁহাতি তরুণ পেসার টি নটরাজন নিজের স্বল্প সুযোগেই জাতীয় দলে পারফরম্যান্সের নজর কেড়েছেন। আসন্ন আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে ফের জাতীয় দলে ঢোকার দরজা খুলতে চান নটরাজন। প্রস্তুতিতেও সেই ছাপই নজরে পড়ল। সানরাইজার্স হায়দরাবাদের অনুশীলনে নেটে স্টাম্প ভাঙলেন এই তরুণ পেসার। 


২০২০ সাল থেকে সানরাইজার্সের জার্সিতে খেলতে দেখা গিয়েছে টি-নটরাজনকে। দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। এবার নিলামের আগে ছেড়ে দিয়েছিল তাঁকে সানরাইজার্স। কিন্তু ফের নিলাম থেকে নটরাজনকে ৪ কোটি টাকা দিয়ে দলে নিয়ে নিয়েছে কেন উইলিয়ামসনের দল। তাঁর প্রতি ফ্র্যাঞ্চাইজি যে আস্থা রেখে ভুল করেনি, তার প্রমাণ মিলছে প্রস্তুতিতেই। নেটে নটরাজনের বোলিংয়ের সামনে বেশ কয়েকবার অস্বস্তিতে পড়লেন দলের ব্যাটাররা। ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সানরাইজার্স দলের তরফে সেই ভিডিও পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে।