IPL 2022 Auction, Day 2 LIVE: উমেশ-নবিকে কিনে শেষ বেলায় দল গোছাল কেকেআর
IPL 2022 Mega Auction Live: আইপিএল নিলামের প্রথম দিনেই চমক। ১২ কোটি ২৫ লক্ষ টাকায় শ্রেসয় আইয়ারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (kkr)। প্যাট কামিন্সকেও ৭ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিল কেকেআর।
বেস প্রাইস ২০ লক্ষ টাকায় আমন খানকে দলে নিল কেকেআর।
উমেশ যাদবকে ন্যূনতম দর ২ কোটি টাকা ও মহম্মদ নবিকে ১ কোটি টাকায় কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।
হিউ এডমেডেস ফের নিলামের মঞ্চে। তাঁকে করতালিতে স্বাগত সব ফ্র্যাঞ্চাইজির।
৩০ লক্ষ টাকায় অর্জুন তেন্ডুলকরকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলে দল পেলেন না কিউয়ি ওপেনার কলিন মুনরো।
৫০ লক্ষ টাকায় টিম সেইফার্টকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
১ কোটি ৪০ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালস দলে নিল করুণ নায়ারকে।
অ্যালেক্স হেলসকে দলে নিল কেকেআর। ১ কোটি ৫০ লক্ষ টাকা দর পেলেন তিনি।
২ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস দলে নিয়ে নিল এভিন লুইসকে।
২ কোটি ৪০ লক্ষ টাকায় ম্যাথু ওয়েডকে তুলে নিল গুজরাত টাইটান্স।
নিলামে দ্বিতীয়বারের বিডে গুজরাত টাইটান্সে ১ কোটি ৯০ লক্ষ দামে দল পেলেন ঋদ্ধিমান সাহা।
২ কোটি টাকায় স্যাম বিলিংসকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
দ্বিতীয় বিডেও দল পেলেন না বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান।
যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য কৌশল তাম্বে অবিক্রিত থেকে গেলেন প্রথম বিডের পর।
অবিক্রিত থেকে গেলেন ললিত যাদব।
বাংলার ঋত্বিক চট্টোপাধ্যায়কে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় তুলে নিল পঞ্জাব কিংস।
২০ লক্ষ টাকায় বাবা ঈন্দ্রজিৎকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
আলজারি জোসেফকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নিল গুজরাত টাইটান্স।
২ কোটি ৪০ লক্ষ টাকায় সিন অ্যাবটকে তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
নিলামে ৭৫ লক্ষ বেস প্রাইস রেখেও প্রথম বিডের পর অবিক্রিত মার্টিন গাপ্টিল।
২০ লক্ষ টাকায় মহসিন খানকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
ভিডিও বার্তায় নিজের সুস্থতার খবর দিলেন অকশনার হিউ এডমেডেস। বললেন, ''শো মাস্ট গো অন''
৮ কোটি ২৫ লক্ষ টাকায় টিম ডেভিডকে দলে নিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
১ কোটি ৯০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংসে অ্যাডাম মিলনে।
প্রথম বিডে অবিক্রিত থেকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার অ্যান্ড্রু টাই।
১ কোটি ৫০ লক্ষ টাকায় টাইমাল মাইসকে দলে নিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
১ কোটি ৯০ লক্ষ টাকায় মিচেল স্যান্টনারকে আবার দলে নিয়ে নিল চেন্নাই সুপার কিংস।
জোফ্রা আর্চারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে ৮ কোটি টাকায় দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
১ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন। বেস প্রাইসেই ডেভন কনওয়েকে তুলে নিল চেন্নাই সুপার কিংস।
আর ১০৬ জন প্লেয়ারের দর উঠবে নিলামে।
যুব বিশ্বকাপে ভাল পারফর্ম করার পরও প্রথম বিডে দল পেলেন না ভিকি ওস্টওয়াল।
১ কোটি ৫০ লক্ষ টাকায় রাজবর্ধন হাঙ্গারগেকরকে দল নিয়ে নিল চেন্নাই সুপার কিংস।
২ কোটি টাকায় রাজ অঙ্গদ বাওয়াকে দলে নিয়ে নিল পঞ্জাব কিংস।
মাহিপল লোমারকে ৮৫ লক্ষ টাকায় দলে নিল আরসিবি।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক যশ ধুলের ন্যূনতম দাম ছিল ২০ লক্ষ টাকা। ৫০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।
লাঞ্চ ব্রেকের পর ৬৫ লক্ষ টাকায় ললিত যাদবকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।
২০ লক্ষ টাকায় মনন ভোরাকে নিল লখনউ সুপার জায়ান্টস।
এবার আইপিএল নিলামে কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যানের বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা। কিন্তু তাঁকে দলে নিতে আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি।
৫৫ লক্ষ টাকায় রিঙ্কু সিংহকে কিনে নিল কেকেআর।
ন্যূনতম দর ৫০ লক্ষ টাকায় শাহবাজ নাদিমকে নিল লখনউ সুপারজায়ান্টস।
তাঁর জন্য আগ্রহ দেখিয়েছিল রাজস্থান রয়্যালস। যাদের হয়ে গত মরসুমে আইপিএলে নজর কেড়েছিলেন। তবে চেতন সাকারিয়াকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিল দিল্লি ক্যাপিটালস।
৫ কোটি ২৫ লক্ষ টাকায় খলিল আমেদকে কিনল দিল্লি ক্যাপিটালস।
বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা, কিন্তু কেউই আগ্রহ দেখাল না তাঁকে নিয়ে। অবিক্রিত থেকে গেলেন ইশান্ত শর্মা।
বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। শিবম দুবেকে ৪ কোটি টাকায় তুলে নিল চেন্নাই সুপার কিংস।
সদ্য ভারতের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। দক্ষিণ আফ্রিকার পেসার অলরাউন্ডার মার্কো জানসেনকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) রিটেন করেছে কেকেআর। তিনি ইনিংস ওপেন করবেন। নাইট শিবির তাঁর সঙ্গী ওপেনারের খোঁজ করছিল। রবিবার, নিলামের শুরুতেই রাহানেকে তুলে নিল কেকেআর। সব কিছু ঠিকঠাক চললে তিনিই হয়তো আইয়ারের সঙ্গী ওপেনার।
ন্যূনতম দর ছিল ১ কোটি টাকা। শেষ পর্যন্ত সাড়ে ১১ কোটি টাকায় লিয়াম লিভিংস্টোনকে দলে নিল পঞ্জাব কিংস।
এরপরেই নাম ওঠে অজিঙ্কে রাহানের। বেস প্রাইস ১ কোটি টাকা। একমাত্র বিডার কেকেআর
দ্বিতীয় দিনের শুরুতে এইডেন মারক্রামকে ২.৬ কোটি টাকায় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
নজরে একগুচ্ছ ভারতীয় ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন- অজিঙ্কে রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, সৌরভ তিওয়ারি, এস শ্রীসন্থ, মনোজ তিওয়ারি, শিবম দুবে, কে গোয়াথ, বিজয় শঙ্কর, ঋষি ধাওয়ান, করুণ নায়ার, চেতন সাকারিয়া, হনুমা বিহারী। পারভেজ রশুল, মুরলী বিজয়।
আজ দ্বিতীয় দিনের অকশনে থাকছে গ্লেন ফিলিপ্স, জোশুহা ফিলিপ, শাই হোপ, হেনরিচ ক্লাসেন, আন্দ্রে ফ্লেচার ও টিম সেইফার্টের মতো বিদেশি উইকেটকিপাররা।
আজ নিলামে উঠছেন- অ্যারন ফিঞ্চ, মার্নাস লাবুসানে, ডেভিস মালান, ইয়ন মর্গান, চেতেশ্বর পূজারা ও অজিঙ্কে রাহানের মতো তারকা ব্যাটাররা
আজ নিলামে উঠবে ৯৩ জন ভারতীয় ক্রিকেটার ও ৫০ জন বিদেশি।
শেষ আইপিএলে ১২ ম্যাচ খেলেও মাত্র ৮৫ রান তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরাণ। একাধিকবার শূন্য রানও করেন। তা সত্ত্বেও তাঁকে কিনতে ১০.৭৫ কোটি টাকা দর হাঁকল সানরাইজার্স হায়দরাবাদ
ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকায় লকি ফার্গুসনকে তুলে নিয়েছে গুজরাত টাইটানস। গত কয়েক বছরে কেকেআরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।
ডানহাতি পেসার অবেশ খানকে তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ১০ কোটি টাকা তাঁকে নেওয়া হয়েছে। এই লিগের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে দামি আনক্যাপড খেলোয়াড় অবেশ
প্রথম দিনে ৯৭ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়। এবার লক্ষ্য শেষ দিন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিজেকে পছন্দের ২০ জন ক্রিকেটারের তালিকা জমা দিতে হবে বোর্ডের কাছে।
নিলাম শেষে সব থেকে বেশি টাকা রয়েছে পঞ্জাবের হাতে। তাদের হাতে এখনও ২৮ কোটি ৬৫ লক্ষ টাকা রয়েছে।
বাংলার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দর পেলেন শাহবাজ আহমেদ। আরসিবি তাঁকে তুলে নিল ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে।
আইপিএল-এর নিলামে সুরেশ রায়না, শাকিব আল হাসান এবং স্টিভ স্মিথের মতো ক্রিকেটারদের নিল না কোনও ফ্র্যাঞ্চাইজি।
বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। সেখান থেকে ১০ কোটি টাকায় আবেশ খানকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
বাংলার পেসার আকাশ দীপকে ন্যূনতম মূল্য ২০ লক্ষ টাকাতেই কিনল কোহলিদের আরসিবি।
২৫ লক্ষ টাকায় বাংলার ঈশান পোড়েলকে নিল পঞ্জাব কিংস।
ন্যূনতম দর ছিল ৩০ লক্ষ টাকা। ৬০ লক্ষ টাকায় শেলডন জ্যাকসনকে দলে নিল কেকেআর।
ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) দল পাননি। একমাত্র মহম্মদ শামি (Mohammed Shami) নিলামে বিক্রি হয়েছেন। তবে বাংলার ক্রিকেট মহলের জন্য সুখবর বয়ে আনলেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। তাঁকে নিয়ে দর কষাকষি করল তিন দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), সানরাইজার্স হায়দরাবাদের (SRH) পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সও (KKR) শাহবাজের জন্য ঝাঁপিয়েছিল। শেষ পর্যন্ত ২ কোটি ৪০ লক্ষ টাকায় শাহবাজকে কিনল আরসিবিই। যে দলের হয়ে গত মরসুমেও খেলেছিলেন শাহবাজ। ফের একবার বিরাট কোহলিদের ড্রেসিংরুমেই দেখা যাবে বাংলার উদীয়মান ক্রিকেটারকে।
২ কোটি ৪০ লক্ষ টাকায় বাংলার শাহবাজ আমেদকে রেখে দিল আরসিবিই।
চেষ্টা করেও শাহরুখ খানকে পেল না শাহরুখ খানের দল কেকেআর। তামিলনাড়ুর প্রতিভাবান ক্রিকেটারকে ৯ কোটি টাকা খরচ করে তুলে নিল পঞ্জাব কিংস।
ন্যূনতম দাম ছিল ৪০ লক্ষ টাকা। সেখান থেকে ৮.৫ কোটি টাকায় রাহুল ত্রিপাঠিকে তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। হাতছাড়া হল কেকেআরের।
৫ কোটি ২৫ লক্ষ টাকায় রাহুল চাহারকে দলে নিল পঞ্জাব কিংস।
কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দিয়েছে। শনিবার নিলাম থেকে ২ কোটি টাকা খরচ করে কুলদীপ যাদবকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
সাড়ে ৬ কোটি টাকায় রাজস্থান রয়্যালস তুলে নিল যুজবেন্দ্র চাহালকে।
নিলামে ৫ কোটি ৫০ লক্ষ টাকায় আরসিবিতে দীনেশ কার্তিক।
নিলামে প্রথম বিডের পর অবিক্রিতই থেকে গেলেন ঋদ্ধিমান সাহা।
১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল। ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় পঞ্জাব কিংসে জনি বেয়ারস্টো।
১৫ কোটি ২৫ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে ঈশান কিষাণ। আইপিএলের ইতিহাসে উইকেট কিপার হিসেবে নিলামে সর্বাধিক দাম পেলেন রাঁচির তরুণ।
৬ কোটি ৫০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে এলেন মিচেল মার্শ।
ক্রুণাল পাণ্ড্যকে ৮.২৫ কোটি টাকায় দলে নিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস।
৮.৭৫ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে যোগ দিলেন ওয়াশিংটন সুন্দর।
২৪ বছরের লঙ্কা ক্রিকেটার ওয়ানিনদু হাসারাঙ্গাকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নিল আরসিবি। তাঁর বেস প্রাইস ছিল ১ কোটি।
৩.৪৩ থেকে শুরু আইপিএলের নিলামের পরবর্তী পর্ব। অকশনার হিসেবে দেখা যাবে চারু শর্মাকে।
আইপিএলে প্রথম বিডে অবিক্রিত থেকে গেলেন বাংলাদেশের শাকিব আল হাসান।
বিকেল ৩.৩০ থেকে শুরু লাঞ্চের পরবর্তী সময়ের আইপিএলের নিলাম পর্ব।
নিলাম কক্ষেই নিলাম চলার সময় সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়লেন অকশনার হিউজ এডমেডেস।
৫. ৭৫ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস দলে দীপক হুডা।
হর্ষল পটেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেই ফিরলেন।
নিলামে অবিক্রিত থেকে গেলেন সুরেশ রায়না। অবিক্রিত স্টিভ স্মিথ ও ডেভিড মিলার
২ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসেই রবিন উথাপ্পা।
শিমরন হেটমায়েরকে ৮ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল রাজস্থান রয়্যালস।
শিমরন হেটমায়েরকে ৮ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল রাজস্থান রয়্যালস।
১ কোটি বেস প্রাইসের মণীশ পাণ্ডেকে ৪ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
কুইন্টন ডি কককে ৬.৭৫ লক্ষ টাকায় দলে নিল লখনউ সুপার জায়ান্টস।
ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিল দিল্লি ক্যাপিটালস।
ফাফ ডু প্লেসিকে ৭ কোটি টাকায় দলে নিল আরসিবি।
২ কোটি টাকা বেস প্রাইস রাখা মহম্মদ শামিকে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিল গুজরাট টাইটান্স।
৮ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে ট্রেন্ট বোল্ট।
৯ কোটি ২৫ লক্ষ টাকায় পঞ্জাব কিংসে কাগিসো রাবাদা।
৭ কোটি ২৫ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে দলে নিল রাজস্থান রয়্যালস।
২ কোটি বেস প্রাইস রাখা রবিচন্দ্রন অশ্বিনের শেষ দর উঠল ৫ কোটি। তাঁকে দলে নিল রাজস্থান রয়্যালস।
নিলামে প্রথম প্লেয়ার হিসেবে দর উঠল শিখর ধবনের। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁকে ৮ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে নিল পঞ্জাব কিংস।
অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে নামিবিয়ার ৩ জন, ২ জন স্কটল্যান্ড ও জিম্বোবোয়ে, নেপাল ও ইউএসএ থেকে ১ জন করে ক্রিকেটার অংশ নেবেন নিলামে
নতুন দল গুজরাত টাইটান্স তাঁদের দলে আগেই নিয়ে নিয়েছে হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), রশিদ খান ও শুভমন গিলকে।
নিলাম শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। টিম অফিশিয়ালরা পৌঁছোন শুরু করেছেন নিলামের মঞ্চে।
বিদেশী ক্রিকেটারদের মধ্যে এবারের নিলামে সর্বাধিক ৪৭ জন অস্ট্রেলিয়ার।
৩৭০ জন ভারতীয় প্লেয়ার আসন্ন নিলামে অংশ নিচ্ছেন।
২০ জন ক্রিকেটার তাঁদের বেস প্রাইস রেখেছেন ১ কোটি ৫০ লক্ষ।
সূত্রের খবর, আরও ১০ জন নতুন ক্রিকেটারের নাম অন্তর্ভূক্ত হয়েছে নিলামের তালিকায়।
বেস প্রাইস বাড়িয়ে নিলেন দীপক হুডা। ৪০ লক্ষ থেকে এখনও দীপকের বেস প্রাইস ৭৫ লক্ষ।
বিদেশি ক্রিকেটারদের নিয়ে মোট ৪৮ জন ক্রিকেটার এবার ২ কোটি বেস প্রাইস রেখেছেন।
সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা রেখে নিলামে উঠেছেন ১৭ ভারতীয় ক্রিকেটার।
এবারের নিলামে সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা।
এবারের নিলামে ২২৮ জন ক্যাপড প্লেয়ারস, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ার রয়েছেন। এছাড়া ৭জন অ্যাসোসিয়েট দেশের প্লেয়ার।
আইপিএলে এবার নতুন দুটো দল খেলতে নামবে। গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস।
প্রেক্ষাপট
বেঙ্গালুরু: আইপিএলের (IPL) সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি- লখনউ সুপার জায়ান্টস (lucknow supergiants) ও গুজরাট টাইটানস (gujarat lions)। ফলে, আরও রোমাঞ্চকর হতে চলেছে আগামী আইপিএল (ipl 2022)। এই পরিস্থিতিতে আইপিএল ২০২২ মেগা অকশন (নিলাম) বসছে ১২ ও ১৩ ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে (Bengaluru) হবে নিলাম (Auction)।
এবারের আইপিএল নিলামে অন্তর্ভুক্ত হয়েছে ৫৯০ জন ক্রিকেটারের নাম। এর মধ্যে ২২৮ জন ক্যাপড প্লেয়ারস, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ারস এবং অন্য দেশের সাত খেলোয়াড় রয়েছেন।
গত বছর ডিসেম্বর মাসে আইপিএল রিটেনশনের অনুষ্ঠান হয়েছিল। ১৫ কোটি টাকা দিয়ে বিরাট কোহলিকে ধরে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলকে ১১ কোটি এবং মহম্মদ সিরাজকে ৭ কোটি টাকা দিয়ে ধরে রাখে দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -