IPL 2022 Auction, Day 2 LIVE: উমেশ-নবিকে কিনে শেষ বেলায় দল গোছাল কেকেআর

IPL 2022 Mega Auction Live: আইপিএল নিলামের প্রথম দিনেই চমক। ১২ কোটি ২৫ লক্ষ টাকায় শ্রেসয় আইয়ারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (kkr)। প্যাট কামিন্সকেও ৭ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিল কেকেআর।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Feb 2022 08:55 PM
IPL Auction Live: আমন খানকে নিল কেকেআর

বেস প্রাইস ২০ লক্ষ টাকায় আমন খানকে দলে নিল কেকেআর।

IPL Auction 2022 Live: উমেশ ও নবিকে কিনল কেকেআর

উমেশ যাদবকে ন্যূনতম দর ২ কোটি টাকা ও মহম্মদ নবিকে ১ কোটি টাকায় কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।

IPL Auction 2022: নিলাম মঞ্চে এডমেডেস

হিউ এডমেডেস ফের নিলামের মঞ্চে। তাঁকে করতালিতে স্বাগত সব ফ্র্যাঞ্চাইজির। 

IPL Auction Live: অর্জুন তেন্ডুলকর মুম্বইয়েই

৩০ লক্ষ টাকায় অর্জুন তেন্ডুলকরকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

IPL Auction 2022: দল পেলেন না মুনরো

আইপিএলে দল পেলেন না কিউয়ি ওপেনার কলিন মুনরো।

IPL Auction Live: দিল্লি ক্যাপিটালসে সেইফার্ট

৫০ লক্ষ টাকায় টিম সেইফার্টকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

IPL Auction 2022: রাজস্থানে করুণ নায়ার

১ কোটি ৪০ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালস দলে নিল করুণ নায়ারকে। 

IPL Auction Live: কেকেআরে অ্য়ালেক্স হেলস

অ্যালেক্স হেলসকে দলে নিল কেকেআর। ১ কোটি ৫০ লক্ষ টাকা দর পেলেন তিনি। 

IPL Auction 2022: লখনউয়ে লুইস

২ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস দলে নিয়ে নিল এভিন লুইসকে।

IPL Auction Live: ম্যাথু ওয়েড গুজরাত টাইটান্সে

২ কোটি ৪০ লক্ষ টাকায় ম্যাথু ওয়েডকে তুলে নিল গুজরাত টাইটান্স। 

IPL Auction 2022: গুজরাত টাইটান্সে ঋদ্ধিমান

নিলামে দ্বিতীয়বারের বিডে গুজরাত টাইটান্সে ১ কোটি ৯০ লক্ষ দামে দল পেলেন ঋদ্ধিমান সাহা। 

IPL Auction Live: স্যাম বিলিংস নাইট রাইডার্সে

২ কোটি টাকায় স্যাম বিলিংসকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।

IPL Auction 2022: দল পেলেন না শাকিব

দ্বিতীয় বিডেও দল পেলেন না বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান।

IPL Auction Live: অবিক্রিত কৌশল তাম্বে

যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য কৌশল তাম্বে অবিক্রিত থেকে গেলেন প্রথম বিডের পর। 

IPL Auction 2022: অবিক্রিত ললিত যাদব

অবিক্রিত থেকে গেলেন ললিত যাদব। 

IPL Auction Live: পঞ্জাব কিংসে ঋত্বিক চট্টোপাধ্যায়

বাংলার ঋত্বিক চট্টোপাধ্যায়কে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় তুলে নিল পঞ্জাব কিংস।

IPL Auction 2022: বাবা ঈন্দ্রজিৎকে নিল কেকেআর

২০ লক্ষ টাকায় বাবা ঈন্দ্রজিৎকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।

IPL Auction Live: গুজরাত টাইটান্সে আলজারি জোসেফ

আলজারি জোসেফকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নিল গুজরাত টাইটান্স।

IPL Auction 2022: সিন অ্যাবট সানরাইজার্সে

২ কোটি ৪০ লক্ষ টাকায় সিন অ্যাবটকে তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। 

IPL Auction Live: অবিক্রিত গাপ্টিল

নিলামে ৭৫ লক্ষ বেস প্রাইস রেখেও প্রথম বিডের পর অবিক্রিত মার্টিন গাপ্টিল। 

IPL Auction 2022: মহসিন খানকে ২০ লক্ষ টাকায় নিল লখনউ

২০ লক্ষ টাকায় মহসিন খানকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস। 

IPL Auction 2022: বার্তা হিউ এডেমেডেসের

ভিডিও বার্তায় নিজের সুস্থতার খবর দিলেন অকশনার হিউ এডমেডেস। বললেন, ''শো মাস্ট গো অন''

IPL Auction Live: ৮ কোটি ২৫ লক্ষ টাকায় মুম্বইয়ে টিম ডেভিড

৮ কোটি ২৫ লক্ষ টাকায় টিম ডেভিডকে দলে নিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। 

IPL Auction 2022: চেন্নাইয়ে মিলনে

১ কোটি ৯০ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংসে অ্যাডাম মিলনে।

IPL Auction Live: অবিক্রিত টাই

প্রথম বিডে অবিক্রিত থেকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার অ্যান্ড্রু টাই। 

IPL Auction 2022: মুম্বইয়ে টাইমাল মাইলস

১ কোটি ৫০ লক্ষ টাকায় টাইমাল মাইসকে দলে নিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। 

IPL Auction Live: ১.৯০ কোটি টাকায় সিএসকেতে স্যান্টনার

১ কোটি ৯০ লক্ষ টাকায় মিচেল স্যান্টনারকে আবার দলে নিয়ে নিল চেন্নাই সুপার কিংস। 

IPL Auction 2022: ৮ কোটি টাকায় আর্চার মুম্বইয়ে

জোফ্রা আর্চারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে ৮ কোটি টাকায় দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। 

IPL Auction Live: ডেভন কনওয়েল ১ কোটি টাকায় সিএসকেতে

১ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন। বেস প্রাইসেই ডেভন কনওয়েকে তুলে নিল চেন্নাই সুপার কিংস। 

IPL Auction 2022: ভাগ্য নির্ধারণ আর ১০৬ প্লেয়ারের

আর ১০৬ জন প্লেয়ারের দর উঠবে নিলামে।

IPL Auction Live: অবিক্রিত ভিকি ওস্টওয়াল

যুব বিশ্বকাপে ভাল পারফর্ম করার পরও প্রথম বিডে দল পেলেন না ভিকি ওস্টওয়াল।

IPL Auction 2022: দেড় কোটি টাকায় হাঙ্গারগেকর সিএসকেতে

১ কোটি ৫০ লক্ষ টাকায় রাজবর্ধন হাঙ্গারগেকরকে দল নিয়ে নিল চেন্নাই সুপার কিংস।

IPL Auction Live: রাজ বাওয়া পঞ্জাবে

২ কোটি টাকায় রাজ অঙ্গদ বাওয়াকে দলে নিয়ে নিল পঞ্জাব কিংস। 

IPL Auction 2022: মাহিপল লোমার আরসিবিতে

মাহিপল লোমারকে ৮৫ লক্ষ টাকায় দলে নিল আরসিবি।

IPL Auction Live: যশ ধুলকে কিনল দিল্লি

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক যশ ধুলের ন্যূনতম দাম ছিল ২০ লক্ষ টাকা। ৫০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

IPL Auction 2022: ললিতকে কিনল দিল্লি

লাঞ্চ ব্রেকের পর ৬৫ লক্ষ টাকায় ললিত যাদবকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

IPL Auction 2022: ভোরাকে নিল লখনউ

২০ লক্ষ টাকায় মনন ভোরাকে নিল লখনউ সুপার জায়ান্টস।

IPL Auction Live: অবিক্রিত থাকলেন মর্গ্যান

এবার আইপিএল নিলামে কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যানের বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা। কিন্তু তাঁকে দলে নিতে আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি।

IPL Auction Live: ফের কেকেআরে রিঙ্কু

৫৫ লক্ষ টাকায় রিঙ্কু সিংহকে কিনে নিল কেকেআর।

IPL 2022 Live: নাদিমকে নিল লখনউ

ন্যূনতম দর ৫০ লক্ষ টাকায় শাহবাজ নাদিমকে নিল লখনউ সুপারজায়ান্টস।

IPL Auction Live: সাকারিয়াকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনল দিল্লি

তাঁর জন্য আগ্রহ দেখিয়েছিল রাজস্থান রয়্যালস। যাদের হয়ে গত মরসুমে আইপিএলে নজর কেড়েছিলেন। তবে চেতন সাকারিয়াকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

IPL Auction Live: খলিলকে নিল দিল্লি

৫ কোটি ২৫ লক্ষ টাকায় খলিল আমেদকে কিনল দিল্লি ক্যাপিটালস।

IPL Mega Auction Live: অবিক্রিত ইশান্ত শর্মা

বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা, কিন্তু কেউই আগ্রহ দেখাল না তাঁকে নিয়ে। অবিক্রিত থেকে গেলেন ইশান্ত শর্মা।

IPL Mega Auction Live: ৪ কোটিতে চেন্নাইয়ে দুবে

বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। শিবম দুবেকে ৪ কোটি টাকায় তুলে নিল চেন্নাই সুপার কিংস।

IPL 2022 Live: দক্ষিণ আফ্রিকার পেসার অলরাউন্ডার মার্কো জানসেনকে নিল হায়দরাবাদ

সদ্য ভারতের বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। দক্ষিণ আফ্রিকার পেসার অলরাউন্ডার মার্কো জানসেনকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

IPL Auction 2022: কেকেআরের ওপেনার রাহানে?

বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) রিটেন করেছে কেকেআর। তিনি ইনিংস ওপেন করবেন। নাইট শিবির তাঁর সঙ্গী ওপেনারের খোঁজ করছিল। রবিবার, নিলামের শুরুতেই রাহানেকে তুলে নিল কেকেআর। সব কিছু ঠিকঠাক চললে তিনিই হয়তো আইয়ারের সঙ্গী ওপেনার।

IPL Mega Auction 2022: সাড়ে ১১ কোটি টাকায় লিয়াম লিভিংস্টোনকে দলে নিল পঞ্জাব

ন্যূনতম দর ছিল ১ কোটি টাকা। শেষ পর্যন্ত সাড়ে ১১ কোটি টাকায় লিয়াম লিভিংস্টোনকে দলে নিল পঞ্জাব কিংস।

IPL 2022 Live: ১ কোটি টাকায় রাহানেকে তুলে নিল কেকেআর

এরপরেই নাম ওঠে অজিঙ্কে রাহানের। বেস প্রাইস ১ কোটি টাকা। একমাত্র বিডার কেকেআর

IPL Auction 2022 : এইডেন মারক্রামকে ২.৬ কোটি টাকায় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ

দ্বিতীয় দিনের শুরুতে এইডেন মারক্রামকে ২.৬ কোটি টাকায় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

IPL Auction 2022 Day 2: নজরে একগুচ্ছ ভারতীয় ক্রিকেটার

নজরে একগুচ্ছ ভারতীয় ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন- অজিঙ্কে রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, সৌরভ তিওয়ারি, এস শ্রীসন্থ, মনোজ তিওয়ারি, শিবম দুবে, কে গোয়াথ, বিজয় শঙ্কর, ঋষি ধাওয়ান, করুণ নায়ার, চেতন সাকারিয়া, হনুমা বিহারী। পারভেজ রশুল, মুরলী বিজয়।

IPL Auction 2022 : আজ দ্বিতীয় দিনের অকশনে একগুচ্ছ বিদেশি উইকেটকিপার

আজ দ্বিতীয় দিনের অকশনে থাকছে গ্লেন ফিলিপ্স, জোশুহা ফিলিপ, শাই হোপ, হেনরিচ ক্লাসেন, আন্দ্রে ফ্লেচার ও টিম সেইফার্টের মতো বিদেশি উইকেটকিপাররা। 

IPL Auction 2022 Day 2: আজ নিলামে ফিঞ্চ-রাহানে-পূজারা-রা

আজ নিলামে উঠছেন- অ্যারন ফিঞ্চ, মার্নাস লাবুসানে, ডেভিস মালান, ইয়ন মর্গান, চেতেশ্বর পূজারা ও অজিঙ্কে রাহানের মতো তারকা ব্যাটাররা

IPL Auction 2022 : আজ নিলামে উঠবে ৯৩ জন ভারতীয় ও ৫০ জন বিদেশি ক্রিকেটার

আজ নিলামে উঠবে ৯৩ জন ভারতীয় ক্রিকেটার ও ৫০ জন বিদেশি।

IPL Auction 2022 Day 2: শেষ আইপিএলে ১২ ম্যাচ খেলেও মাত্র ৮৫, নিকোলাস পুরাণে ১০.৭৫ কোটি ব্যয় সানরাইজার্স হায়দরাবাদের

শেষ আইপিএলে ১২ ম্যাচ খেলেও মাত্র ৮৫ রান তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরাণ। একাধিকবার শূন্য রানও করেন। তা সত্ত্বেও তাঁকে কিনতে ১০.৭৫ কোটি টাকা দর হাঁকল সানরাইজার্স হায়দরাবাদ 

IPL Auction 2022 : ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকায় লকি ফার্গুসনকে তুলে নিয়েছে গুজরাত টাইটানস

ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকায় লকি ফার্গুসনকে তুলে নিয়েছে গুজরাত টাইটানস। গত কয়েক বছরে কেকেআরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।

IPL Auction 2022 Day 2: আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে দামি আনক্যাপড খেলোয়াড় অবেশ

ডানহাতি পেসার অবেশ খানকে তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ১০ কোটি টাকা তাঁকে নেওয়া হয়েছে। এই লিগের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে দামি আনক্যাপড খেলোয়াড় অবেশ

IPL Live: শেষ দিনের নিলাম শুরু হবে রবিবার দুপুর ১২টায়

প্রথম দিনে ৯৭ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়। এবার লক্ষ্য শেষ দিন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিজেকে পছন্দের ২০ জন ক্রিকেটারের তালিকা জমা দিতে হবে বোর্ডের কাছে। 

IPL 2022 Live: নিলাম শেষে পঞ্জাবের হাতে সবচেয়ে বেশি টাকা

নিলাম শেষে সব থেকে বেশি টাকা রয়েছে পঞ্জাবের হাতে। তাদের হাতে এখনও ২৮ কোটি ৬৫ লক্ষ টাকা রয়েছে। 

IPL Live: বাংলার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দর পেলেন শাহবাজ আহমেদ

বাংলার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দর পেলেন শাহবাজ আহমেদ। আরসিবি তাঁকে তুলে নিল ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে।

IPL 2022 Live: অবিক্রিত থেকে গেলেন রায়না-সহ একাধিক তারকা ক্রিকেটার

আইপিএল-এর নিলামে সুরেশ রায়না, শাকিব আল হাসান এবং স্টিভ স্মিথের মতো ক্রিকেটারদের নিল না কোনও ফ্র্যাঞ্চাইজি। 

IPL Live: আবেশকে নিল লখনউ

বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। সেখান থেকে ১০ কোটি টাকায় আবেশ খানকে দলে নিল লখনউ সুপার জায়ান্টস।

IPL 2022 Live: আকাশ দীপ আরসিবিতেই

বাংলার পেসার আকাশ দীপকে ন্যূনতম মূল্য ২০ লক্ষ টাকাতেই কিনল কোহলিদের আরসিবি।

IPL Mega Auction Live: ঈশানকে নিল পঞ্জাব

২৫ লক্ষ টাকায় বাংলার ঈশান পোড়েলকে নিল পঞ্জাব কিংস।

IPL Auction 2022: জ্যাকসনকে দলে নিল কেকেআর

ন্যূনতম দর ছিল ৩০ লক্ষ টাকা। ৬০ লক্ষ টাকায় শেলডন জ্যাকসনকে দলে নিল কেকেআর। 

IPL Auction 2022 Live: বাংলার স্বস্তি শাহবাজ

ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) দল পাননি। একমাত্র মহম্মদ শামি (Mohammed Shami) নিলামে বিক্রি হয়েছেন। তবে বাংলার ক্রিকেট মহলের জন্য সুখবর বয়ে আনলেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। তাঁকে নিয়ে দর কষাকষি করল তিন দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), সানরাইজার্স হায়দরাবাদের (SRH) পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সও (KKR) শাহবাজের জন্য ঝাঁপিয়েছিল। শেষ পর্যন্ত ২ কোটি ৪০ লক্ষ টাকায় শাহবাজকে কিনল আরসিবিই। যে দলের হয়ে গত মরসুমেও খেলেছিলেন শাহবাজ। ফের একবার বিরাট কোহলিদের ড্রেসিংরুমেই দেখা যাবে বাংলার উদীয়মান ক্রিকেটারকে।

IPL Mega Auction 2022 Live: কোহলিদের দলেই শাহবাজ

২ কোটি ৪০ লক্ষ টাকায় বাংলার শাহবাজ আমেদকে রেখে দিল আরসিবিই।

IPL Auction 2022: শাহরুখকে পেল না শাহরুখের দল

চেষ্টা করেও শাহরুখ খানকে পেল না শাহরুখ খানের দল কেকেআর। তামিলনাড়ুর প্রতিভাবান ক্রিকেটারকে ৯ কোটি টাকা খরচ করে তুলে নিল পঞ্জাব কিংস।

IPL Auction Live: রাহুল ত্রিপাঠিকে তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ

ন্যূনতম দাম ছিল ৪০ লক্ষ টাকা। সেখান থেকে ৮.৫ কোটি টাকায় রাহুল ত্রিপাঠিকে তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। হাতছাড়া হল কেকেআরের।

IPL 2022 LIVE: কুম্বলের দলে চাহার

৫ কোটি ২৫ লক্ষ টাকায় রাহুল চাহারকে দলে নিল পঞ্জাব কিংস।

IPL Mega Auction: কলকাতা ছেড়ে দিল্লি পাড়ি বিস্ময় স্পিনারের

কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দিয়েছে। শনিবার নিলাম থেকে ২ কোটি টাকা খরচ করে কুলদীপ যাদবকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

IPL Auction 2022 Live: রাজস্থানে খেলবেন চাহাল

সাড়ে ৬ কোটি টাকায় রাজস্থান রয়্যালস তুলে নিল যুজবেন্দ্র চাহালকে।

IPL 2022 Mega Auction Live: আরসিবিতে প্রাক্তন নাইট কার্তিক

নিলামে ৫ কোটি ৫০ লক্ষ টাকায় আরসিবিতে দীনেশ কার্তিক।

IPL 2022 Mega Auction Live: প্রথম বিডে অবিক্রিত ঋদ্ধিমান সাহা

নিলামে প্রথম বিডের পর অবিক্রিতই থেকে গেলেন ঋদ্ধিমান সাহা। 

IPL 2022 Mega Auction Live: পঞ্জাবে জনি বেয়ারস্টো

১ কোটি ৫০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল। ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় পঞ্জাব কিংসে জনি বেয়ারস্টো। 

IPL 2022 Mega Auction Live: রেকর্ড গড়ে মুম্বইয়ে ইশান কিষাণ

১৫ কোটি ২৫ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে ঈশান কিষাণ। আইপিএলের ইতিহাসে উইকেট কিপার হিসেবে নিলামে সর্বাধিক দাম পেলেন রাঁচির তরুণ। 

IPL 2022 Mega Auction Live: দিল্লিতে মিচেল মার্শ

৬ কোটি ৫০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে এলেন মিচেল মার্শ।

IPL 2022 Mega Auction Live: ৮ কোটি ২৫ লক্ষ টাকায় লখনউয়ে ক্রুণাল

ক্রুণাল পাণ্ড্যকে ৮.২৫ কোটি টাকায় দলে নিয়ে নিল লখনউ সুপার জায়ান্টস।

IPL 2022 Mega Auction Live: সানরাইজার্সে সুন্দর

৮.৭৫ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে যোগ দিলেন ওয়াশিংটন সুন্দর।

IPL 2022 Mega Auction Live: ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় আরসিবিতে হাসারাঙ্গা

২৪ বছরের লঙ্কা ক্রিকেটার ওয়ানিনদু হাসারাঙ্গাকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নিল আরসিবি। তাঁর বেস প্রাইস ছিল ১ কোটি।

IPL 2022 Mega Auction Live: ৩.৪৩ থেকে শুরু আইপিএলের নিলামের পরবর্তী পর্ব

৩.৪৩ থেকে শুরু আইপিএলের নিলামের পরবর্তী পর্ব। অকশনার হিসেবে দেখা যাবে চারু শর্মাকে।

IPL 2022 Mega Auction Live: প্রথম বিডে অবিক্রিত শাকিব

আইপিএলে প্রথম বিডে অবিক্রিত থেকে গেলেন বাংলাদেশের শাকিব আল হাসান।

IPL 2022 Mega Auction Live: ৩.৩০ থেকে ফের শুরু নিলাম পর্ব

বিকেল ৩.৩০ থেকে শুরু লাঞ্চের পরবর্তী সময়ের আইপিএলের নিলাম পর্ব।

IPL 2022 Mega Auction Live: নিলাম কক্ষেই লুটিয়ে পড়লেন অকশনার

নিলাম কক্ষেই নিলাম চলার সময় সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়লেন অকশনার হিউজ এডমেডেস।

IPL 2022 Mega Auction Live: লখনউয়ে হুডা

৫. ৭৫ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস দলে দীপক হুডা।

IPL 2022 Mega Auction Live: আরসিবিতেই হর্ষল ১০.৭৫ কোটি টাকায়

হর্ষল পটেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেই ফিরলেন। 

IPL 2022 Mega Auction Live: অবিক্রিত রায়না, স্মিথ

নিলামে অবিক্রিত থেকে গেলেন সুরেশ রায়না। অবিক্রিত স্টিভ স্মিথ ও ডেভিড মিলার

IPL 2022 Mega Auction Live: চেন্নাইয়েই উথাপ্পা

২ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসেই রবিন উথাপ্পা। 

IPL 2022 Mega Auction Live: রাজস্থান ৮ কোটি ৫০ লক্ষ টাকায় নিল হেটমায়েরকে

শিমরন হেটমায়েরকে ৮ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল রাজস্থান রয়্যালস।

IPL 2022 Mega Auction Live: রাজস্থান ৮ কোটি ৫০ লক্ষ টাকায় নিল হেটমায়েরকে

শিমরন হেটমায়েরকে ৮ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল রাজস্থান রয়্যালস।

IPL Auction 2022 Updates: ৪ কোটি ৬০ লক্ষ টাকায় মণীশ পাণ্ডে লখনউয়ে

১ কোটি বেস প্রাইসের মণীশ পাণ্ডেকে ৪ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নিল লখনউ সুপার জায়ান্টস।

IPL 2022 Mega Auction Live: ডি কক লখনউয়ে

কুইন্টন ডি কককে ৬.৭৫ লক্ষ টাকায় দলে নিল লখনউ সুপার জায়ান্টস।

IPL Auction 2022 Updates: ৬ কোটি ২৫ লক্ষ টাকায় দিল্লিতে ওয়ার্নার

ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিল দিল্লি ক্যাপিটালস।

IPL 2022 Mega Auction Live: ডু প্লেসিকে নিল আরসিবি

ফাফ ডু প্লেসিকে ৭ কোটি টাকায় দলে নিল আরসিবি।

IPL Auction 2022 Updates: শামিকে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় গুজরাট টাইটান্স দলে নিল

২ কোটি টাকা বেস প্রাইস রাখা মহম্মদ শামিকে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিল গুজরাট টাইটান্স।

IPL 2022 Mega Auction Live: ৮ কোটি টাকায় রাজস্থান শিবিরে বোল্ট

৮ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে ট্রেন্ট বোল্ট। 

IPL Auction 2022 Updates: ৯.২৫ কোটি টাকায় পঞ্জাবে রাবাদা

৯ কোটি ২৫ লক্ষ টাকায় পঞ্জাব কিংসে কাগিসো রাবাদা। 

IPL 2022 Mega Auction Live: ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কেকেআরে কামিন্স

৭ কোটি ২৫ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে দলে নিল রাজস্থান রয়্যালস।

IPL Auction 2022 Updates: অশ্বিনকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল রাজস্থান রয়্যালস

২ কোটি বেস প্রাইস রাখা রবিচন্দ্রন অশ্বিনের শেষ দর উঠল ৫ কোটি। তাঁকে দলে নিল রাজস্থান রয়্যালস।

IPL 2022 Mega Auction Live: ৮ কোটি ২৫ লক্ষ টাকায় ধবনকে নিল পঞ্জাব কিংস

নিলামে প্রথম প্লেয়ার হিসেবে দর উঠল শিখর ধবনের। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। তাঁকে ৮ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে নিল পঞ্জাব কিংস।

IPL 2022 Mega Auction Live: অ্যাসোসিয়েট দেশের ৭ ক্রিকেটার নিলামে

অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে নামিবিয়ার ৩ জন, ২ জন স্কটল্যান্ড ও জিম্বোবোয়ে, নেপাল ও ইউএসএ থেকে ১ জন করে ক্রিকেটার অংশ নেবেন নিলামে

IPL 2022 Mega Auction Live: গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক

নতুন দল গুজরাত টাইটান্স তাঁদের দলে আগেই নিয়ে নিয়েছে হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), রশিদ খান ও শুভমন গিলকে।

IPL Auction 2022 Updates: অফিশিয়ালরা পৌঁছোচ্ছেন নিলামের মঞ্চে

নিলাম শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। টিম অফিশিয়ালরা পৌঁছোন শুরু করেছেন নিলামের মঞ্চে।

IPL 2022 Mega Auction Live: ৪৭ জন অস্ট্রেলিয়ার

বিদেশী ক্রিকেটারদের মধ্যে এবারের নিলামে সর্বাধিক ৪৭ জন অস্ট্রেলিয়ার।

IPL 2022 Mega Auction Live: ৩৭০ জন প্লেয়ার ভারতের

৩৭০ জন ভারতীয় প্লেয়ার আসন্ন নিলামে অংশ নিচ্ছেন। 

IPL 2022 Mega Auction Live: ২০ জনের বেস প্রাইস দেড় কোটি

২০ জন ক্রিকেটার তাঁদের বেস প্রাইস রেখেছেন ১ কোটি ৫০ লক্ষ।

IPL Auction 2022 Updates: নিলামে সংখ্যা বাড়ল প্লেয়ারদের?

সূত্রের খবর, আরও ১০ জন নতুন ক্রিকেটারের নাম অন্তর্ভূক্ত হয়েছে নিলামের তালিকায়।

IPL 2022 Mega Auction Live: হুডার বেস প্রাইস ৭৫ লক্ষ

বেস প্রাইস বাড়িয়ে নিলেন দীপক হুডা। ৪০ লক্ষ থেকে এখনও দীপকের বেস প্রাইস ৭৫ লক্ষ।

IPL Auction 2022 Updates: সর্বোচ্চ বেস প্রাইসে মোট ৪৮ জন

বিদেশি ক্রিকেটারদের নিয়ে মোট ৪৮ জন ক্রিকেটার এবার ২ কোটি বেস প্রাইস রেখেছেন।

IPL 2022 Mega Auction Live: সর্বোচ্চ বেস প্রাইসে ১৭ ভারতীয়

সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা রেখে নিলামে উঠেছেন ১৭ ভারতীয় ক্রিকেটার। 

IPL Auction 2022 Updates: সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি

এবারের নিলামে সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা।

IPL 2022 Mega Auction Live: নিলামে ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ার

এবারের নিলামে ২২৮ জন ক্যাপড প্লেয়ারস, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ার রয়েছেন। এছাড়া ৭জন অ্যাসোসিয়েট দেশের প্লেয়ার।

IPL 2022 Auction Live: নতুন দুটো দল আইপিএলে

আইপিএলে এবার নতুন দুটো দল খেলতে নামবে। গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস।

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: আইপিএলের (IPL) সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি- লখনউ সুপার জায়ান্টস (lucknow supergiants) ও গুজরাট টাইটানস (gujarat lions)। ফলে, আরও রোমাঞ্চকর হতে চলেছে আগামী আইপিএল (ipl 2022)। এই পরিস্থিতিতে আইপিএল ২০২২ মেগা অকশন (নিলাম) বসছে ১২ ও ১৩ ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে (Bengaluru) হবে নিলাম (Auction)।


এবারের আইপিএল নিলামে অন্তর্ভুক্ত হয়েছে ৫৯০ জন ক্রিকেটারের নাম। এর মধ্যে ২২৮ জন ক্যাপড প্লেয়ারস, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ারস এবং অন্য দেশের সাত খেলোয়াড় রয়েছেন। 


গত বছর ডিসেম্বর মাসে আইপিএল রিটেনশনের অনুষ্ঠান হয়েছিল। ১৫ কোটি টাকা দিয়ে বিরাট কোহলিকে ধরে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলকে ১১ কোটি এবং মহম্মদ সিরাজকে ৭ কোটি টাকা দিয়ে ধরে রাখে দল।



একইভাবে এমএস ধোনিকে ১২ কোটি টাকা দিয়ে ও রোহিত শর্মাকে ১৬ কোটি টাকা দিয়ে ধরে রাখে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.