মুম্বই: নতুন মরসুম শুরুর আগে ২ টো দলই নিজেদের নতুন করে সাজিয়েছে। ২ টো দলেরই অধিনায়ক বদল হয়েছে। চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছে রবীন্দ্র জাডেজা। ধোনি সরে যাওয়ার পর তাঁর কাঁধেই নতুন দায়িত্ব বর্তেছে। অন্যদিকে কে এল রাহুলের স্থলাভিষিক্ত হয়ে পাঞ্জাব কিংসের দায়িত্ব সামলাচ্ছেন ময়ঙ্ক অগ্রবাল। এবারের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে ২ টো দলই অবস্থান করছে পরপর। এখনও পর্যন্ত ৭ ম্যাচ পাঞ্জাব আটে তো চেন্নাই নবম স্থানে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বছর থেকেই পরস্পর ২ দল মুখোমুখি হয়ে আসছে। মাঝে শুধু নাম বদলে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজির। 


একঝলকে মুখোমুখি ২ দলের মহারণ


পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে মোট ম্যাচ: ২৭


চেন্নাই জয়ী: ১৫


পাঞ্জাব জয়ী: ১২


পাঞ্জাব কিংস


জনি বেয়ারস্টো দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে ভানুকা রাজাপক্ষেকে বসিয়ে তাঁকেই খেলানো হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত ছন্দে পাওয়া যায়নি ইংল্যান্ডের তারকা ব্যাটারকে। অন্যদিকে ওপেনিংয়ে শিখর ধবন ও ময়ঙ্ক অগ্রবাল জুটিও প্রতি ম্য়াচে রান পাচ্ছেন না। ধারাবাহিকতার অভাব। মিডল অর্ডারে চাপ বাড়ছে লিভিংস্টোন ও শাহরুখ খানদের ওপর। তবে ওডেন স্মিথের ফর্ম আশার আলো দেখাবে পাঞ্জাবকে। বোলিং বিভাগে রয়েছে রাবাডা, রাহুল চাহারের মতো বোলাররা। 


চেন্নাই সুপার কিংস


টানা ৫ ম্যাচ হারের পর শেষ ২ ম্যাচে জয়ের মুখ দেখেছে চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে ফিনিশার ধোনিকেও দেখতে পাওয়া গিয়েছে। শেষ ওভারে ১৭ রান তাড়া করে ম্যাচ জিতিয়েছেন দলকে। তবে ডেভন কনওয়ে এই ম্যাচে না থাকায় মঈন আলি ফিরতে পারেন দলে। ওপেনিংয়ে উথাপ্পা রান পেলেও গায়কোয়াড এই মরসুমে নিজের ছন্দে নেই। তবে শিভম দুবে প্রতি ম্যাচেই রান করছেন। পাঞ্জাবের বোলিং ডিপার্টমেন্টে ব্র্যাভো ছাড়া বাকিদের যদিও এই ম্য়াচে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।