মুম্বই: আইপিএলে (IPL) প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গতকাল রোহিতদের বিরুদ্ধে হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংসও। গতকালের ম্যাচে চেন্নাইয়ের ২ বোলার মুকেশ সিংহ ও সিমরজিৎ সিংহ দুর্দান্ত বোলিং করেছিলেন। কিন্তু দলের অভিজ্ঞ তারকা ডোয়েন ব্র্যাভো হতাশ করেছেন। ২ ওভার তাঁকে বল করানো হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে ১৬ রান দিয়ে কোনও উইকেট তুলতে পারেননি। আর এতেই হতাশ প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। তিনি মনে করেন যে দলের যখন দরকার তখন উইকেট তুলতে পারেন না ক্যারিবিয়ান তারকা। 


কী বললেন সেহওয়াগ?


চেন্নাই বনাম মুম্বই ম্যাচ দেখার পর বীরেন্দ্র সেহওয়াগ এক সাক্ষাৎকারে বলেন, ''আমার মনে হয় ডোয়েন ব্র্যাভো চেন্নাই সুপার কিংসের এমন একজন বোলার যিনি দলের যখন দরকার, তখন কখনোই উইকেট পান না। আমার মনে হয় ব্র্যাভো তখনই উইকেট পায় যখন ওকে কোনও ব্যাটার আক্রমণ করে খেলতে যায়। মুম্বইয়ের বিরুদ্ধে যখন অষ্টম ওভারে নিয়ে আসা হয়েছিল ওকে, সেই সময় কোনও সম্ভাবনাই তৈরি করতে পারেনি ব্র্যাভো। ওকে খুব সহজেই খেলে দিয়েছে মুম্বইয়ের ব্যাটাররা। দলের অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে তো ব্র্যাভোর দলের প্রয়োজনে সবসময় উইকেট তোলা উচিত। কিন্তু সেই কাজে ও ব্যর্থ।


যেভাবে হার চেন্নাই সুপার কিংসের


সিএসকে-র ৯৭ রান তাড়া করতে নেমে একটা সময় ৩৩/৪ হয়ে গিয়েছিল মুম্বই। তখন মনে করা হয়েছিল যে, অলৌকিক কিছু ঘটাতে চলেছেন চেন্নাইয়ের বোলাররা। মনে করা হয়েছিল যে, সিএসকে-র মতোই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে মুম্বই। কিন্তু ঠান্ডা মাথায় সেখান থেকে ম্যাচ বার করলেন মুম্বইয়ের দুই তরুণ তুর্কি তিলক বর্মা ও হৃতিক শোকিন। তিলক ৩২ বলে ৩৪ রান করে অপরাজিত রইলেন। ১৮ রান করে আউট হন হৃতিক। মুকেশ চৌধুরী ৩ উইকেট পেলেও লাভ হয়নি। ৫.১ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নেয় মুম্বই।