মুম্বই: আজ আইপিএল-এ (IPL 2022) মেগা ম্যাচ। মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এখন পয়েন্ট তালিকায় সাত নম্বরে আছে দিল্লি। ঠিক পরের ধাপেই কেকেআর। ফলে আজ আইপিএল-এ সাত-আটের লড়াই। তবে পয়েন্ট তালিকায় যে অবস্থানই থাকুক না কেন, কেকেআর-দিল্লির লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের উৎসাহের অভাব নেই। আজকের ম্যাচ জিততে পারলে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে আসতে পারে কেকেআর। অন্যদিকে, দিল্লিরও এখন ৮ ম্যাচে ৬ পয়েন্ট। আজ জিততে পারলে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে একধাপ উপরে উঠতে পারেন ঋষভ পন্থরা। ফলে আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সানরাইজার্স হায়দরাবাদকে হারাল গুজরাত টাইটানস


গতকাল টানটান উত্তেজনার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে গুজরাত টাইটানস। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে গুজরাতকে জয় এনে দিয়েছেন রাহুল তেওয়াটিয়া ও রশিদ খান। শেষ ওভারে জয়ের জন্য গুজরাতের দরকার ছিল ২২ রান। মার্কো জ্যানসেনের বলে প্রথমে ছক্কা মারেন তেওয়াটিয়া। এরপর তিনটি ছক্কা মেরে গুজরাতকে জেতান রশিদ। এই নিয়ে চলতি মরসুমে সপ্তম জয় পেল গুজরাত।


পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাত


৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গুজরাতই এখন পয়েন্ট তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস ৮ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও ৮ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে হায়দরাবাদের থেকে পিছিয়ে থাকায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে লখনউ ও আরসিবি। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে পাঞ্জাব কিংস। এরপর আছে দিল্লি ও কলকাতা। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে চেন্নাই সুপার কিংস। একমাত্র মুম্বই ইন্ডিয়ান্সই চলতি আইপিএল-এ একটি ম্যাচেও জয় পায়নি। রোহিত শর্মার দল ৮ ম্যাচ খেলে সবকটিতেই হেরে গিয়েছে।


অরেঞ্জ ক্যাপের দৌড়ে বাটলার


এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ ৪৯৯ রান করে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন জশ বাটলার। তাঁর কাছাকাছি আছেন গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য।


পার্পল ক্যাপ চাহলের


১৮ উইকেট নিয়ে এখনও পর্যন্ত পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন রাজস্থান রয়্যালসের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহল। ১৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন হায়দরাবাদের  উমরান মালিক। তিনি গতকাল গুজরাতের বিরুদ্ধে ৫ উইকেট নেন। তাঁর সতীর্থ টি নটরাজনও ১৫ উইকেট নিয়েছেন। তবে এখন তিন নম্বরে নটরাজন।