বঢোদরা: জেসন রয়ের বদলি খুঁজে নিল গুজরাত টাইটান্স। আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে দলে নিল হার্দিক পাণ্ড্যর দল। আফগানিস্তানের জাতীয় দলের হয়ে খেলেছেন রহমনউল্লাহ। বেশ মারকাটারি ব্যাটার হিসেবেই পরিচিত এই তরুণ ডানহাতি। স্ট্রাইক রেট ১৫০-এর ওপরে। আফগান তারকা প্রয়োজনে উইকেটকিপার হিসাবেও খেলতে পারেন। সেই কারণেই তাঁকে নেওয়ার বিষয়ে টাইটান্স শিবির প্রায় মনস্থির করে ফেলেছে। ২০ বছরের আফগান বিস্ময় প্রতিভা ৬৯টি টি২০ ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন ১১৩ বার। এছাড়াও জাতীয় দলের হয়ে ৯টি ওয়ানডে এবং ১২টি টি২০ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।


প্রথমে মনে করা হয়েছিল সুরেশ রায়নাকে দলে নেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে নেওয়া হল না। ফ্র্যাঞ্চাইজি তরুণ বিধ্বংসী ব্য়াটারের দিকেই ঝুঁকেছে। এর আগে ইংল্যান্ডের তরুণ ওপেনার জেসন রয় বায়ো বাবলে না থাকার জন্য আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এরপরই পরিবর্ত খুঁজছিল দলটি। 


 করোনা পরিস্থিতিতে আইপিএলের (IPL 2022) জৈব সুরক্ষা বলয়ে থকার মানসিক চাপ সামলাতে না পেরে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়ে দেখা গিয়েছে অনেক বড় তারকাকে। গোটা বিশ্বে অতিমারীর ঝড় কিছুটা থামকালেও, জৈব সুরক্ষা বলয়ের আতঙ্ক যে পুরোপুরি কাটেনি, তা ফের একবার স্পষ্ট হয়ে গেল।


টুর্নামেন্ট শুরুর আগেই আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের ক্রিকেটার জেসন রয় (Jason Roy)। যাঁর এবার গুজরাত টাইটান্সে (Gujarat Titans) খেলার কথা ছিল। নিলামে তাঁর ন্যূনতম দাম ২ কোটি টাকা দিয়ে কিনেছিল গুজরাত লায়ন্স। সূত্রের খবর, তিনি ফ্র্যাঞ্চাইজিকে গত সপ্তাহেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তবে জেসনের পরিবর্তে কাকে নেওয়া হবে, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি গুজরাত টাইটান্স।


পাকিস্তান সুপার লিগে দুরন্ত ছন্দে রয়েছেন জেসন রয়। কিন্তু সেই টুর্নামেন্টেও তাঁকে অন্যান্য সকল ক্রিকেটারদের মতোই জৈব সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে। সেই মানসিক ধকল যে তাঁকে কাবু করে ফেলেছে, ঘনিষ্ঠ মহলে তার ইঙ্গিত দিয়েছেন ইংরেজ তারকা।