মুম্বই: মঈন আলি শুরু করেছিলেন, শেষ করলেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচের প্রথমার্ধ দেখে মনে হয়েছিল যে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) হয়ত তাদের এবারের আইপিএলের (IPL) শেষ ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে শেষ করবে। অন্তত মঈন আলির (Moeen ali) বিধ্বংসী ইনিংস তেমই জানান দিচ্ছিল। কিন্তু সব হিসেব নিকেষ উল্টে গেল রাজস্থানের ব্যাটিংয়ের সময়। জস বাটলার রান পেলেন না। রান পেলেন না সঞ্জু স্যামসনও। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জয় এনে দিলেন তরুণ যশস্বী জয়সওয়াল ও অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন। ৫ উইকেটে সিএসকেকে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস। আগামী ২৪ তারিখ প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে স্যামসন বাহিনী। 


অশ্বিনের অলরাউন্ড পারফরম্যান্স, রাজস্থানের জয়


১৫১ রানের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু তবুও একটা সময় ৫ উইকেট পড়ে গিয়ে চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। দলের তারকা ব্যাটার জস বাটলার বেশ কিছু ম্যাচ ধরে রান পাচ্ছেন না। এদিনও পেলেন না। মাত্র ২ রান করে সিমরজিতের বলে ক্যাচ আউট হলেন স্লিপে। এরপর ১৫ রানে ফিরে গেলেন সঞ্জু স্যামসন। রান পাননি দেবদত্ত পড়িক্কল ও শিমরন হেটমায়েরও। তবে আগের ম্যাচে রান পাওয়া জশস্বী জয়সওয়াল এদিনও রুখে দাঁড়ালেন। ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন জয়সওয়াল। জয়সওয়াল ফিরে যাওয়ার পর কিছুটা চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। সেখান থেকেই দলকে টেনে তোলেন অশ্বিন ও রিয়ান পরাগ। বিশেষ করে অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার ছিলেন মারমুখি মেজাজে। শেষ পর্যন্ত ২৩ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অশ্বিনের সেলিব্রেশন ছিল চােখে পড়ার মতো। পরাগ ১০ রানে অপরাজিত থাকেন। নিজের ইনিংসে অশ্বিন ২টো বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। 


মঈনের ঝোড়ো ৯৩


লিগের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাইয়ের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন রুতুরাজ গায়কোয়াড ও ডেভন কনওয়ে। কিন্তু ২ জনের কেউই এদিন বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। প্রথমজন মাত্র ২ রান করে ফিরে যান। কনওয়ে ফর্মে থাকলেও এদিনের ম্যাচে ১৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু এরপরই শুরু হয় মঈনের ব্যাটে ঝড়। পাওয়ার প্লে-তে তাঁর ব্যাটিং বিক্রম ছিল বিধ্বংসী মেজাজে। ট্রেন্ট বোল্টকে এক ওভারে ২৬ রান নিলেন। অশ্বিনের আগের ওভারে ১৬ রান তোলেন মঈন। পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৭৫ রান বোর্ডে তুলে নেয় চেন্নাই সুপার কিংস। মিডল অর্ডারে জগদীশান ও আম্বাতি রায়ডু কেউই রান পেলেন না। তবে মঈন একাই ঝড়ের গতিতে রান তুলছিলেন। ধোনি ২৮ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। প্রথম ১০ ওভারে যত দ্রুত রান তুলেছিল চেন্নাই, পরের ১০ ওভারে ধীরে ধীরে রানের গতি কমে যায়। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৫০ রানই তুলতে পারে সিএসকে।