কলকাতা: চলতি আইপিএলে (IPL) তাঁর পরিসংখ্যান দেখলে যে কেউ তারিফ করবে। টুর্নামেন্টের শুরুর দিকে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) প্রথম একাদশে জায়গা পাচ্ছিলেন না। পরে তাঁকে খেলায় গুজরাত। ৯ ম্যাচে ৩১২ রান করে সেই আস্থার মর্যাদা দিয়েছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। রানের নিরিখে বিরাট কোহলি (১৪ ম্যাচে ৩০৯), রোহিত শর্মার (১৪ ম্যাচে ২৬৮) চেয়েও এগিয়ে।


তারপরেও ভারতের টেস্ট দলে সেই ব্রাত্যই থাকলেন বাঙালি উইকেটকিপার। ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্টের দলে ঋদ্ধিমানকে উপেক্ষা করে কে এস ভরতকে রেখেছেন নির্বাচকেরা। সেই ভরত, যিনি চলতি আইপিএলে মাত্র ২ ম্যাচ খেলেছেন। করেছেন ৮ রান। রবিবার দল নির্বাচনের পরই ফের ভারতীয় ক্রিকেটে তোলপাড় পড়ে গিয়েছে।


পারফর্ম করেও কেন বাদ পড়লেন ঋদ্ধিমান? সোমবার ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ক্লাব হাউসের দোতলায় দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) অবশ্য বিতর্কে ঢুকতে চাইলেন না। বরং তিনি বল ঠেলে দিলেন নির্বাচকদের কোর্টে। বললেন, 'এটা নির্বাচকদের ব্যাপার।' পাশাপাশি সৌরভকে জিজ্ঞেস করা হয়েছিল দীনেশ কার্তিকের জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়েও। সেই প্রসঙ্গেও ঢুকতে চাননি তিনি। সৌরভ বলেন, 'নির্বাচকদের বিষয়।'


প্রায় তিন বছর পর কলকাতায় আইপিএল। ২৪ ও ২৫ মে দুটি প্লে অফের ম্যাচ ইডেনে। ২৪ মে গুজরাত টাইটান্সের মুখোমুখি রাজস্থান রয়্যালস। ২৫ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টসের দ্বৈরথ। দুই ম্যাচ ঘিরেই শহরে উন্মাদনার পারদ তুঙ্গে। টিকিটের জন্য হাহাকার। সৌরভ বলছেন, 'তিন বছর পর ম্যাচ হচ্ছে বলে নয়, টিকিটের চাহিদা সব সময়ই থাকে।'


সোমবার মাঠে গিয়ে পিচ প্রস্তুতির কাজেরও তদারকি করেন বোর্ড প্রেসিডেন্ট। কেমন দেখলেন উইকেট? সৌরভ বলেন, 'খুব ভাল পিচ। ভাল খেলা হবে।'


আরও পড়ুন: শহরে থেকেও মেয়ের জন্মদিনে থাকা হচ্ছে না ঋদ্ধির, হোটেলেই যাবে খাবার-কেক