মুম্বই: ফের প্লে অফের দৌড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। হেরে কার্যত প্লে অফের সুযোগ হারালেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)। আইপিএলের (IPL) সব খবর এক ঝলকে।


ধোনিদের হার


মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) ১৩ রানে হারিয়ে ফের প্লে অফের দৌড়ে ঢুকে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। পরপর তিন ম্যাচে হারের পর ২ পয়েন্ট লাভ। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এলেন বিরাট কোহলিরা। বুধবারের হারের পর চেন্নাই সুপার কিংস চাপে পড়ে গেল। ১০ ম্যাচের শেষে তাদের পয়েন্ট হল ৬। শেষ ৪ ম্যাচ জিতলেও প্লে অফে ওঠা জটিল অঙ্কের জাঁতাকলে আটকে।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ১৭৩/৮ তাড়া করে ১৬০/৮ স্কোরে আটকে গেল সিএসকে। লড়াই করেছিলেন ডেভন কনওয়ে। ইনিংস ওপেন করতে নেমে ৩৭ বলে ৫৬ রান করেন তিনি। ধোনি ২ রানে ফেরেন। রান পাননি রবীন্দ্র জাডেজা (৩), রবিন উথাপ্পা (১)। আরসিবি বোলারদের মধ্যে হর্ষল পটেল তিন উইকেট নিয়েছেন।


লড়াকু ঋদ্ধি


পারফর্ম করেও জাতীয় দল থেকে বাদ পড়া। টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সাফ বলে দেওয়া যে, আমরা তোমাকে নিয়ে আর ভাবছি না। ভবিষ্যতের উইকেটকিপার তৈরিতে জোর দিতে চাই। নিজের কেরিয়ার নিয়ে তুমি কিছু ভাবতে চাইলে স্বাগত। যেন বকলমে বলে দেওয়া, এবার অবসর নাও হে! সেই সঙ্গে জনৈক সাংবাদিকের হুমকি। এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল যে, শুরুর দিন থেকে নীরবে তলোয়ার চালিয়ে যাওয়া যোদ্ধা কেরিয়ারের সায়াহ্নে এসে হা রে রে রে করে ঝাঁপিয়ে না পড়লেও, অন্তত ক্ষত্রিয়ের হুঙ্কার শোনাতে বাধ্য হয়েছিলেন।


দেওয়াল লিখনটা পড়তে পারছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। তবু, লড়াইয়ের ময়দান ছেড়ে পিছু হটেননি। আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্স (Gujarat Titans) তাঁকে প্রথম পাঁচ ম্যাচে খেলায়নি। চোয়াল শক্ত হয়েছে হয়তো। কিন্তু নিভৃতে আরও জোরাল শপথ নিয়েছেন। ঘুরে দাঁড়ানোর। ঘুরে দাঁড়িয়েওছেন। আইপিএলে গুজরাতের শেষ পাঁচ ম্যাচে সুযোগ পেয়েছেন। উইকেটের পিছনে ভরসা তো দিয়েছেনই, ব্যাট হাতেও দলের সম্পদ হয়ে উঠেছেন বঙ্গ ক্রিকেটের পাপালি। ইনিংস ওপেন করে ঝোড়ো হাফসেঞ্চুরি করেছেন। দলের বড় ইনিংসের ভিত তৈরি করে দিচ্ছেন।


যাবতীয় ঝড়-ঝাপ্টার পর কতটা কঠিন ছিল এবারের আইপিএলে মাঠে নেমে নিজেকে প্রমাণ করা? বুধবার বিকেলে মুম্বই থেকে জুম কলে এবিপি লাইভের প্রশ্নে ঋদ্ধিমান বললেন, 'কোনও চ্যালেঞ্জের কথা ভেবে নামিনি। অফিস ম্যাচ হোক বা ক্লাব ম্যাচ, বাংলা দল হোক বা টিম ইন্ডিয়া, আমি কখনও চাপ নিয়ে মাঠে নামি না। আমার মনে হয় চাপ নিয়ে মাঠে নামলে পারফর্ম করা বা নিজের সেরাটা মেলে ধরা কঠিন হয়ে যায়। আমি ক্রিকেট মাঠে উপভোগ করি। শুরুতে সুযোগ হয়তো পাইনি। পরে যখন সুযোগ পেলাম, সেটাই কাজে লাগাতে চেয়েছি। আমি জানি কী করতে পারি। নিজের দক্ষতা অনুযায়ী খেলতে পারলে ভাল লাগে।'


চল্লিশেও ফিটনেস আর ক্ষিপ্রতায় তাক লাগানো যায়। আর তা যে যায়, ম্যাচের পর ম্যাচ ধরে তা প্রমাণ করে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। চলতি আইপিএলে (IPL) ফের একটি রান আউট করার সময় দেখা গেল ধোনির চোখধাঁধানো ফিটনেসের ঝলক।


ধারাল রিফ্লেক্স


আরসিবি ইনিংসে ফ্যাফ ডুপ্লেসি আউট হয়ে যাওয়ার পরে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু তিনি তিন বলে ৩ রান করেই আউট হয়ে যান। নবম ওভারের শেষ বলে রান আউট হন তিনি। রবীন্দ্র জাডেজার ওভারে রবীন উথাপ্পা রান আউট করেন ম্যাক্সওয়েলকে। বিরাট কোহলি যখন ওভারের শেষ বলে এক রানের জন্য দৌড়লেন, তখন উথাপ্পা বল থ্রো করেন ধোনির দিকে। বিদ্যুতের গতিতে স্টাম্প ভেঙে দেন মাহি। ম্যাক্সওয়েল এমন সময় আউট হন, যেই সময় তাঁর থেকে দল বড় ইনিংসের আশা করেছিল।


ধোনির রিফ্লেক্স দেখে উচ্ছ্বসিত ভক্তরা। বয়স বাড়লেও, ধোনির কিপিং করার দক্ষতা এখনও যে আগের মতোই রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত সমর্থকেরা। যেভাবে দ্রুত ম্যাক্সওয়েলকে তিনি রান আউট করলেন, তা দেখে সকলেই অবাক হয়েছেন।


আরও পড়ুন: চাপ নিয়ে মাঠে নামলে সেরাটা দেওয়া যায় না, আইপিএলে জ্বলে ওঠার পর বলছেন ঋদ্ধিমান