মুম্বই: শেষ বেলায় জ্বলে উঠছে চেন্নাই সুপার কিংস (CSK)। দিল্লি ক্যাপিটালসকে ৯১ রানে হারালেন মহেন্দ্র সিংহ ধোনিরা। নিজে রান না পেলেও জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। আইপিএলের (IPL) সব খবরের টাটকা আপডেট।
দিল্লি-বধ ধোনিদের
এই ম্যাচকে বলা হয় গুরু-শিষ্যের লড়াই। কারণ একদিকে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। অন্যদিকে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। সেই পন্থ, জাতীয় দলে যাঁকে ধোনির উত্তরসূরি মনে করা হয়।
সেই ম্যাচে শিষ্যের দলকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিলেব ধেনিরা। চেন্নাই সুপার কিংসের ২০৮/৬ তাড়া করতে নেমে মাত্র ১১৭ রানে শেষ দিল্লি। চেন্নাই বোলারদের মধ্যে তিন উইকেট মঈন আলির।
কোহলির দুঃসময় চলছে
ব্যাট করতে নেমে মাঠ ছেড়েছিলেন বিমর্ষ হয়ে। শূন্য রানে আউট হওয়ার পর বিধ্বস্ত শরীরটাকে যেন মাঠ থেকে টেনে বার করে আনতে পারছিলেন না। দিনের শেষে সেই বিরাট কোহলির (Virat Kohli) মুখে ফুটল হাসি। দেখা গেল পরিচিত আগ্রাসী শরীরী ভাষাও। সৌজন্যে ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি'সিলভা (Wanindu Hasaranga de Silva)।
দুরন্ত ঘূর্ণি
শ্রীলঙ্কার স্পিনার ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে তুলে নিলেন ৫ উইকেট। তাঁর ঘূর্ণিতে ঘায়েল সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ১৯২/৩ স্কোর তাড়া করতে নেমে মাত্র ১২৫ রানে অল আউট হয়ে গেল হায়দরাবাদ। ৬৭ রানে ম্যাচ জিতে জোরালভাবে প্লে অফের দৌড়ে আরসিবি। ১২ ম্যাচের শেষে ১৪ পয়েন্ট হয়ে গেল কোহলি-ফাফ ডুপ্লেসিদের। শেষ দুই ম্যাচের আর একটি জিতলেই প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে আরসিবির।
নারাইনের কীর্তি
আইপিএলে (IPL) তৃতীয় ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও একশো উইকেটের ‘ডাবল’ অর্জনের নজির গড়লেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন (Sunil Narine)।
এর আগে আইপিএলে এই কৃতিত্ব ছিল শুধুমাত্র রবীন্দ্র জাডেজা ও ডোয়েন ব্র্যাভোর। আইপিএল অলরাউন্ডারদের এই ‘এলিট গ্রুপে’ এবার নাম লেখালেন কেকেআর তারকা। আইপিএলে মোট ১৪৫টি ম্যাচ খেলেছেন নারাইন। এতে ১০০৩ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। বল হাতে নিয়েছে ১৫১টি উইকেট।