মুম্বই: আইপিএলে (IPL) এরকম ঘটনা বেনজির। এ যেন সেই কিছুটা স্টিভ স্মিথের ব্রেন ফেড কাণ্ডের মতো।
শনিবার কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH) ম্যাচে হঠাৎই উত্তেজনা তৈরি হয় একটি ডিআরএস নেওয়াকে কেন্দ্র করে। কেকেআর ইনিংসের দ্বাদশ ওভারের ঘটনা। হায়দরাবাদের পেসার টি নটরাজনের বলে রিঙ্কু সিংহকে (Rinku Singh) এলবিডব্লিউ দেন আম্পায়ার। সেই আউট ঘিরে কিছুটা উত্তেজনা ছড়ায়। কেন?
১১.৩ ওভারে টি নটরাজনের অসাধারণ ইয়র্কারে এলবিডব্লিউ হন রিঙ্কু। আউটের জন্য আবেদন করা হলে মাঠের আম্পায়ার কিছুটা দেরি করে আঙুল তোলেন। এদিকে, রিঙ্কুর হয়ে স্যাম বিলিংস রিভিউ চান। রিঙ্কু অপেক্ষা করতে থাকেন। আবেদন করার জন্য নির্ধারিত ১৫ সেকেন্ড শেষ হয়ে গেলে আম্পায়ার রিঙ্কুকে মাঠ ছাড়তে বলেন। সেখানেই বিতর্কের সূত্রপাত।
আম্পায়ার রিঙ্কুকে জানিয়ে দেন, নন স্ট্রাইকার নন, ডিআরএস নেওয়ার এক্তিয়ার ছিল একমাত্র তাঁর। নিয়মে স্পষ্ট ভাবে বলা রয়েছে যে, যিনি ব্যাটিং করছেন, তাঁকেই রিভিউ নিতে হবে। অন্য কেউ নিতে পারবেন না। অর্থাৎ রিঙ্কুকেই রিভিউ চাইতে হতো। রিঙ্কু রিভিউ নিতে দেরি করে ফেলেন। নির্দিষ্ট ১৫ সেকেন্ড সময় পেরিয়ে যায়। আর এই নিয়েই মাঠের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়। তবে রিঙ্কুকে ফিল্ড আম্পায়ার সাফ বলে দেন, তিনি আউটই। তিনি সময় পার হওয়ার পর রিভিউ নিয়েছেন। তাই তাঁকে ফিরতে হবে। পরে এ নিয়ে বাউন্ডারির বাইরে চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালামকেও। তবে রিভিউ নিলেও কোনও লাভ হতো না। উল্টে রিভিউটাই নষ্ট হতো। কারণ টিভি রিপ্লেতে দেখা যায়, স্পষ্ট আউট ছিলেন রিঙ্কু।
যদিও এ নিয়ে ভক্তরা ভিন্নমত। কেউ কেউ বলছেন, ফের বিতর্কিত সিদ্ধান্ত আম্পায়ারদের। কারও কারও মতে, ঠিকই করেছেন আম্পায়ার। কারণ, তাঁরা নিয়মের মধ্যেই থেকেছেন।