মুম্বই: গোটা টুর্নামেন্টের লিগ পর্যায়ের খেলা শেষ হয়ে গেল। অনেক আগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে যদিও জয় এসেছে। কিন্তু মুম্বই সমর্থকদের ক্ষোভ থামানো যাচ্ছে না। আর তার একমাত্র কারণ অর্জুন তেন্ডুলকরকে একটি ম্য়াচেও না খেলানো। এবারের আইপিএলের আগে নিলামে অর্জুনকে দল নিয়েছিল মুম্বই। সচিন পুত্র বলেই কী বারবার সুযোগ মিলছে মুম্বই স্কোয়াডে, তা নিয়ে অনেক তর্ক বিতর্কও শুরু হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও পরপর ২ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সে থেকেও কোনও ম্যাচে খেলানো হয়নি সচিন পুত্রকে।


সোশ্য়াল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্য়ানেজমেন্টকে একহাত


মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্য়াচ খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। মনে করা হচ্ছিল যে শেষ ম্যাচে অর্জুনকে খেলাবে টিম ম্যানেজমেন্ট। কিন্তু একাদশে অর্জুনকে দেখা যায়নি। এরপরই সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন সমর্থকরা। তাঁদের বক্তব্য যদি টিমে থাকার পরে অন্য অনেক নতুন প্লেয়ার খেলতে পারে, তবে অর্জুন কী দোষ করল? অর্জুনকে তাহলে মুম্বই ছেড়ে দিক। তাতে সচিন পুত্র অন্য দলের হয়ে নামতে পারবে। নিজের প্রতিভার পরিচয় দিতে পারবে। সবার একটাই বক্তব্য যে অর্জুনের অন্তত একটি সুযোগ পাওয়া উচিত। 


 






 






অর্জুনের ক্রিকেট কেরিয়ার


অর্জুন এখনও পর্যন্ত সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে ২ টো ম্যাচে খেলেছেন। ঝুলিতে পুরে নিয়েছেন ২ উইকেট। যদিও ইকনমি রেট অনেক বেশি ছিল। প্রায় ৯.৫৭ ইকনমি রেটে বল করেছেন অর্জুন।