মুম্বই: আইপিএলের আগে তাঁকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। জাতীয় টেস্ট দল থেকে তাঁর বাদ পড়া এবং তা নিয়ে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) বিস্ফোরক মন্তব্য, জাতীয় ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছিল। বিতর্কের দাবানল গ্রাস করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকেও।
ঋদ্ধিমান এখন ঢুকে পড়েছেন আইপিএল (IPL) গ্রহে। এবং বিতর্ক ভুলে বাইশ গজে ফের নিজেকে প্রমাণ করার জন্য তৎপর বঙ্গ উইকেটকিপার।
আইপিএল নিলামের প্রথম দিন অবিক্রিত ছিলেন ঋদ্ধি। নিলামের দ্বিতীয় দিন তাঁকে কেনে গুজরাত টাইটান্স। যে দলের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। মুম্বইয়ে চলছে গুজরাতের প্রস্তুতি। সেখানে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে দেখা গিয়েছে কলকাতা ময়দানের পাপালিকে।
গুজরাত টাইটান্সের (Gujarat Titans) পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ঋদ্ধিকে দেখা গিয়েছে নেটে দুরন্ত ছন্দে ব্যাট করতে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'ইসকো ক্যায়সে সাহা যায়ে? ঋদ্ধির ব্যাটের ফ্লো...'
ঋদ্ধি নিজে সোমবার দুটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে কিছু লেখেননি। শুধু দুটি ইমোজি দিয়েছেন। যা দেখে ক্রিকেটারের ঘনিষ্ঠ বৃত্তে থাকা লোকজনেরা বলছেন, ঝড়ের আগের নিস্তব্ধতা। আইপিএলে ঋদ্ধির ব্যাটে বড় স্কোর যেন সময়ের অপেক্ষা।
এদিকে, কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে পা রেখেই ভক্তদের আশ্বাস দিয়ে আন্দ্রে রাসেলকে (Andre Russell) বলতে শোনা গিয়েছিল, দ্রে রাস এসে গিয়েছে। আর কোনও চিন্তা নেই।
অনুশীলনে নেমে যেন সেই ঝলকই দেখালেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার। নেটে অবলীলায় ছক্কা হাঁকাচ্ছেন রাসেল। ম্যাচে প্রতিপক্ষের বোলিংকে যেভাবে ধ্বংস করেন। রাসেলের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই কমেন্ট করেছেন, রাসেল এরকম ছন্দে থাকলে প্রতিপক্ষ শিবিরের দুর্দশা অপেক্ষা করে রয়েছে। এবারের আইপিএলেও তাঁর ব্যাট চলবে বলেই মনে করছেন ভক্তরা।
কেকেআরের পোস্ট করা একটি ভিডিওতে রাসেল বলেছেন, 'কেকেআর শিবিরে ফিরে আমি গর্বিত। গত কয়েক মরসুমে আমাকে নিয়ে অনেক কথা হয়েছে। অনেক চর্চা হয়েছে। কিন্তু সেই সব সমালোচকদের চুপ করানোর জন্য আমি কেবল পারফর্ম করতে পারি। উদারতা নিয়ে নেতিবাচক মনোভাব দূর করতে হবে। মাঠে নেমে যে কাজটা আমি সবচেয়ে ভাল করতে পারি, সেটাই করার চেষ্টা করতে হবে। ব্যাটিং, বোলিং বা দুরন্ত ক্যাচ ধরে নিজের অবদান রাখতে চাই ম্যাচে।'