নয়াদিল্লি: আচমকাই তাঁর কাছে সুযোগ চলে এসেছিল। আর সেই সুযোগ লুফে নিলেন বাংলার তরুণ উইকেট কিপার ব্যাটার অভিষেক পোড়েল। ঋষভ পন্থের চোট যেন শাপে বর হয়েছিল চন্দননগরের এই ছেলেটির কাছে। ঘরোয়া ক্রিকেটে ও রঞ্জিতে বাংলার হয়ে ধারাবাহিক পারফর্ম করেছিলেন অভিষেক। আইপিএল শুরুর আগে টিম ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্ববধানে দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে অংশ নিয়েছিলেন। এরপরই দিল্লি শিবিরে পন্থের বদলি হিসেবে নেওয়া হয় তাঁকে। প্রথম ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে দিল্লির উইকেটের পেছনে দেখা গিয়েছিল সরফরাজ খানকে। কিন্তু তিনি আশানুরুপ পারফর্ম করতে না পারায় অভিষেকের সুযোগ চলে আসে। আর গুজরাত ম্য়াচে ব্যাট হাতে মাঠে নেমেই ১১ বলে ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অভিষেক। নিজের ইনিংসে ২টো ছক্কাও হাঁকান।


শুধু ব্যাট হাতেই নয়। উইকেটের পেছনেও নজর কাড়েন অভিষেক। খালিল আহমেদের বলে অভিষেকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হার্দিক পাণ্ড্য। এছাড়াও উইকেটের পেছনে রিফ্লেক্স, ফুটওয়ার্ক সবেতেই ফুল মার্কস পেয়ে পাশ করে গিয়েছেন অভিষেক। 


এদিকে শুধু অভিষেকই নয়, গুজরাত বনাম দিল্লি ম্যাচে মাঠে নামলেন বাংলার হয়ে খেলা ৪ ক্রিকেটার। লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয়েছিল মুকেশ কুমারের। এদিনের ম্যাচেও ছিলেন তিনি। সঙ্গে অভিষেক তো ছিলেনই। এছাড়াও বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি ২ জনেই গুজরাত টাইটান্সের সদস্য।


মাঠে পন্থ


ভয়াবহ গাড়ি দুর্ঘটনার আতঙ্কের প্রহর কাটিয়ে ফের মাঠে প্রত্যাবর্তন। দিল্লি ক্যাপিটালসের খেলা দেখতে অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির হলেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর এখনও ঋষভ পন্থের (Rishabh Pant) চোট সারেনি। সেই কারণেই এবারের আইপিএলে (IPL 2023) মাঠে নামতে পারছেন না পন্থ। তবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যানেজমেন্টের তরফে বারংবারই জানানো হয়েছে যে পন্থ না খেললেও, দিল্লি দলের অবিচ্ছেদ্য অঙ্গ। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামার আগেও দিল্লি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্রিকেটারদের পক্ষ থেকে পন্থকে দেওয়া বার্তার ভিডিও প্রকাশ করা হয়েছিল। এদিন কথামতো মাঠে হাজির হয়েছিলেন ঋষভ। হাতে ক্র্যাচ নিয়ে উঠে দাঁড়িয়ে একবার দিল্লির ক্রিকেটভক্তদের অভিবাদন গ্রহণ করতেও দেখা যায় তাঁকে। 


গত ডিসেম্বর মাসে দিল্লি থেকে উত্তরাখণ্ডের রুরকিতে নিজের শহরে ফেরার পথে হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। একাধিক গুরুতর চোট প্রাণঘাতী হতে পারে বলেও মুহূর্তের আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও সেই শঙ্কার মেঘ কেটে মুম্বইয়ে অস্ত্রোপচার হয় ঋষভের। বেশ লম্বা সময় ধরে যারপর থেকে রিহ্যাবের মধ্যে রয়েছেন ভারতীয় এই কিপার-ব্যাটার।