আমদাবাদ : বল-হাতে আগুন ছোটালেন মহম্মদ শামি (Mohammed Shami)। গুজরাত টাইটান্সের পেসারের দাপটে মাত্র ১৩০ রানে আটকে গেল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ইনিংস। আইপিএলে প্রথমবার ৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ১৭ উইকেট নিয়ে নিয়ে পার্পল ক্যাপও (Purple Cap) দখলে নিলেন শামি।
দিল্লির ইনিংসের একেবারে প্রথম বলেই ফিলিপ সল্টকে (০) সাজঘরে ফেরান মহম্মদ শামি। প্রিয়ম গর্গের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে ডেভিড ওয়ার্নার (২) রান আউট হন যারপরই। নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে রাউলি রুসো (৮) ও নিজের তৃতীয় ওভারে মনীশ পাণ্ডে (১) ও প্রিয়ম গর্গকে (১০) সাজঘরে ফেরান শামি। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন-আপকে কার্যত শুরুতেই গুঁড়িয়ে দেন শামি।
শেষপর্বে আমন খানের (৫১) লড়াকু অর্ধশতরান ছাড়া শামির দেওয়া শুরুর যে ধাক্কা কাটিয়েই উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস। আইপিএলের লিগ তালিকার শীর্ষে থাকা দলের বিরুদ্ধে শেষপর্যন্ত মাত্র ১৩০ রান তুলতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস। ৪৪ বলে ৩ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে ৫১ রানের লড়াকু ইনিংস আমনের।
আরও পড়ুন- ভারতীয় পেসারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের স্ত্রীর
আমনকে যোগ্য সঙ্গত করেন অক্ষর প্যাটেল (২৭) ও রিপল প্যাটেল (২৩)। এদিকে, শামির ৪ উইকেটের পাশাপাশি মোহিত শর্মা ২ টি ও রশিদ খান ১ টি উইকেট পেয়েছেন।
আরও পড়ুন: প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন