কলকাতা : ইডেনে (Eden Gardens) ওঠা হলুদ-ঝড়ের রেশ আইপিএলের পয়েন্ট টেবিলেও (IPL Points Table)। কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) চূর্ণ করে দুরন্ত মেজাজে ম্যাচ জিতে লিগের পয়েন্ট তালিকার সাপ-লুডোর খেলায় এই মুহূর্তে শীর্ষে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ৭ ম্যাচে খেলে এই মুহূর্তে ৫টি খেলায় জেতার সুবাদে একমাত্র দল হিসেবে সিএসকে-র পয়েন্ট ১০। তাদের রান রেট +০.৬৬২ । অপরদিকে ৪৯ রানের বড় ব্যবধানে হারের জেরে রান রেটের দিক থেকে বেশ কিছুটা ধাক্কা খেল কেকেআর। ৭ ম্যাচে মাত্র ২ টি খেলাতে জয়ের সুবাদে মাত্র ৪ পয়েন্ট নাইট ব্রিগেডের। পয়েন্ট তালিকায় আট নম্বরেই রয়েছে তারা। পাশাপাশি বড় রানের ব্যবধানে হেরে রান রেটের দিক থেকে বেশ কিছুটা ধাক্কা খেল তারা। যা এই মুহূর্তে - ০.১৮৬।


এদিকে, রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়ে ৮ পয়েন্টে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও (Royal Challengers Bangalore)। রান রেটের বিচারে তারা রয়েছে পাঁচ নম্বরে। পরপর দুটো ম্যাচে হারলেও এখনও লিগতালিকায় দুই নম্বরেই রয়েছে রাজস্থান। ৭ ম্যাচের শেষে তাদের পয়েন্ট ৮। এই মুহূর্তে রান রেট + ০.৮৪৪। রাজস্থান, ব্যাঙ্গালোর সহ আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি দল, মোট ৫ টি দল রয়েছে একই জায়গায়। ৮ পয়েন্টে। পার্থক্যটা শুধুমাত্র রান রেটের।               


এই মুহূর্তে আইপিএলের (IPL) পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lucknoe Super Giants)। গুজরাত টাইটান্স (Gujrat Titans), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংস (Punjab Kings) রয়েছে যথাক্রমে চার, পাঁচ ও ছয় নম্বরে। যদিও বাকি সব দল ৭ টি করে ম্যাচ খেললেও ৬ ম্যাচে ৮ পয়েন্ট গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের। এদিকে, ৬ ম্যাচের শেষে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সাত নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আর লিগ তালিকার শেষ দুই স্থানে রয়েছে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস।






আরও পড়ুন- মহাকাব্যিক মাহি! ইডেনে এলেন, দেখলেন, জয় করলেন...