মোহালি : জয়ের রাস্তায় ফিরল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। রান তাড়া করতে নেমে একপ্রান্ত আগলে রেখে দুরন্ত অর্ধশতরানে গতবারের চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করলেন শুভমন গিল (Subhman Gill)। ম্যাচের শেষ ওভারে স্যাম কারানের বলে উইকেট হারানোর আগে ৪৯ বলে ৬৭ রান করেন তিনি। মারেন ৭ টি চার। রান তাড়া করতে নেমে ঋদ্ধিমান সাহা (৩০) সঙ্গে ঝোড়ো শুরু করেছিলেন শুভমান। ৪৮ রানের পার্টনারশিপ শেষে ঋদ্ধি আউট হয়ে ফেরার পর মাঝপথে ব্যাট হাতে পাঞ্জাবের বিরুদ্ধে সাই সুদর্শন (১৯) ও গুজরাত দলনায়ক হার্দিক (৮) ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে দলের ইনিংস টানতে থাকেন পাঞ্জাবের ছেলে শুভমন। চতুর্থ উইকেটে ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে সহজেই গুজরাতের জয় নিশ্চিত করে দেন শুভমন। শেষ ওভারে তিনি আউট হয়ে গেলেও আটকায়নি গুজরাতের জয়। রাহুল তেওয়াতিয়ার হাঁকানো বাউন্ডারির সুবাদে এক বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জেতে গুজরাত। এই ম্যাচে জিতে ৪ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। যদিও রান রেটের ভিত্তিতে এই মুহূর্তে লিগ তালিকায় তিন নম্বরে গুজরাত।


টসে জিতে পাঞ্জাব (Punjab Kings) শিবিরকে প্রথমে ব্যাট করতে পাঠান হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ভাল উইকেটে প্রথম ওভারেই প্রভসিমরন গিলকে (০) সাজঘরে ফেরান মহম্মদ শামি (Mohammad Shami)। কিছুক্ষণের মধ্যেই জোসুয়া লিটল ফেরান ধাওয়ানকে। দুই উইকেট খুইয়ে ফেলার পর ম্যাথু শর্ট (৩২) ও ভানুকা রাজাপক্ষ (২০) ইনিংস থিতু করার কাজ শুরু করেন। শর্ট ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাঁকে ফেরান রশিদ খান (Rashid Khan)। যার কিছুক্ষণের মধ্যেই ভানুকাকে আউট করেন আলঝারি জোসেফ। পাঞ্জাব শিবিরের ইনিংসের মাঝপথে জিতেশ শর্মা (২৫), স্যাম কারান (২২) ও শাহরুখ খানের (২২) লড়াই শেষপর্যন্ত ৮ উইকেটে লড়াকু ১৫৩ রানের স্কোর খাড়া করতে সাহায্য করে পাঞ্জাব কিংসকে। যার জবাবে শুরু থেকেই শুভমনের দুরন্ত ইনিংসে ভর করে ম্যাচ বের করে নেয় গুজরাত টাইটান্স।


 






আরও পড়ুন- চেন্নাই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, ম্যাচ ফি-র ২৫ শতাংশ কাটা গেল অশ্বিনের