আমদাবাদ : একা মহম্মদ শামিতে রক্ষে নেই, দোসর মোহিত শর্মা। গুজরাত টাইটান্সের পেসারদের জোড়া তাণ্ডবে পথ হারাল হায়দরাবাদ (Sunrisers Hydrabad)। ব্যাটে-বলে বিক্রম দেখিয়ে ৩৪ রানের ব্যবধানে ম্যাচ জিতে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। 


গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের হয়ে ঘরের মাঠে দুরন্ত শতরান হাঁকান শুভমন গিল। গুজরাতের ব্যাটারের ১০১ রানের ইনিংসের সুবাদে ১৮৮ রানের বড় রান খাড়া করে গুজরাত। জবাবে ব্যাট করতে নেমে শামি-মোহিতদের বোলিং তাণ্ডবে ১৫৪ রানে থেমে যায় হায়দরাবাদের ইনিংস। ৩৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে গুজরাত। এবারের আইপিএলের ১৩ নম্বর ম্যাচে নবম জয়ের সুবাদে ১৮ পয়েন্ট ঝুলিতে পুরে আইপিএলের প্লে-অফে স্থান করে নিল গুজরাত। ৪ টি করে উইকেট নেন শামি ও মোহিত। 


প্রথমে ব্যাট করতে নেমে দুরন্ত শতরানে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম মাতিয়ে দেন শুভমান গিল (Subhman Gill)। ১৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে শুভমানের ৫৮ বলে ১০১ রানের রাজকীয় ইনিংসের সুবাদে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hydrabad) বিরুদ্ধে বড় রান খাড়া করল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। নির্ধারিত ২০ ওভারের শেষে গুজরাত ৮ উইকেটে ১৮৮ রান তোলে। গুজরাত ইনিংসের শেষ ওভারে ৪ উইকেট সহ মোট ৫ উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার (Bhubaneshwar Kumar)।


আরও পড়ুন- বরুণ হাতছাড়া হওয়ায় আফশোস যাচ্ছে না সিএসকে শিবিরের


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মহম্মদ শামির দাপটে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে হায়দরাবাদ। মাঝে তাদের ইনিংস থিতু হতে দেননি মোহিত শর্মা।হেনরিখ ক্লাসেনের (৬৪) অর্ধশতরানের সুবাদে শেষ পর্যন্ত লড়াই চালালেও শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে রান তাড়া করতে নেমেই কার্যত ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল হায়দরাবাদ। পাশাপাশি এই ম্যাচে হারার সুবাদে দিল্লি ক্যাপিটালসের পর দ্বিতীয় দল হিসেবে এবারের আইপিএল প্লে-অফের সমীকরণ থেকে ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ।            






আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি