মোহালি : রানের পাহাড়ে লখনউ সুপারজায়ান্টস (Lucknow SuperGiants)। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কাইল মায়ার্স (Kyle Mayers) ও মার্কাস স্টোইনিসের (Marcus Stoinis) ঝোড়ো অর্ধশতরানে ভর করে ২৫৭ রানের বিশাল স্কোর খাড়া করল লখনউ শিবির। আয়ুষ বাদোনি ও নিকোলাস পুরাণ অল্পের জন্য অর্ধশতরান ফসকালেও বিশাল স্কোর খাড়া করার পিছনে উজ্জ্বল অবদান রাখেন।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবন। লখনউ শিবিরের কাপতান কেএল রাহুল ব্যাট হাতে ব্যর্থ হলেও অফর ওপেনার মায়ার্স দুরন্ত ছন্দে অর্ধশতরান পূরণ করেন। ৭ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন মায়ার্স। তিনি ফিরে যেতে ইনিংসের হাল ধনের আয়ুষ বাদোনি ও মার্কাস স্টোইনিস। ৮৯ রানের দুরন্ত পার্টনারশিপ জোড়েন তারা। ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলে বাদোনি অল্পের জন্য অর্ধশতরান ফসকালেও দুরন্ত ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন স্টোইনিস। অস্ট্রেলিয় ব্যাটার ৬ টি চার ও ৫ টি ছক্কার সুবাদে ৪০ বলে ৭২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। শেষপর্বে নিকোলাস পুরাণের ঝোড়ো ইনিংসের সুবাদে ২৫০ রানের গণ্ডি টপকে যায় লখনউয়ের স্কোর। মাত্র ১৯ বলে ৭টি চার ও ১ টি ছক্কার সুবাদে ৪৫ রানের ইনিংস খেলেন পুরাণ।
আরও পড়ুন- ফিট শার্দুল, হার্দিকদের বিরুদ্ধে সম্ভবত ফিরছেন নাইটদের প্রথম একাদশে
পাঞ্জাবের বোলারদের মধ্যে কাগিসো রাবাদা জোড়া উইকেট নেন। অর্শদীপ সিংহ, স্যাম কারান ও লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট নেন পাঞ্জাবের পক্ষে।
আরও পড়ুন: গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?