মোহালি : প্রথমে রানের পাহাড়। তারপর দুরন্ত বোলিং। ব্যাটে-বলে আগাগোড়া দুরন্ত দাপট দেখিয়ে ৫৬ রানে ম্যাচ জিতল লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants)। বড় যে জয়ের সুবাদে ফের লিগ তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে গেল কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন লখনউ ব্রিগেড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৫৬ রান তোলে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে শুরু করে পাঞ্জাব কিংস (Punjab Kings)। অর্থব টাইডে ও সিকান্দার রাজাদের পাল্টা লড়াইয়ে শেষপর্যন্ত ২০১ তুলতে সমর্থ হলেও ৫৬ রানের বড় ব্যবধানে হারতে হল পাঞ্জাবকে। 


৩৬ বলে ৮ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন অথর্ব। সিকান্দার (৩৬), লিয়াম লিভিংস্টোন (২৩), স্যাম কারানের (২১) লড়াই সত্ত্বেও রানের পাহাড় ডিঙোতে পারেনি পাঞ্জাব। চোট সারিয়ে দলে ফিরে অবশ্য ব্যাট হাতে এদিন সফল হতে পারেননি শিখর ধবন (১)। লখনউয়ের পক্ষে যশ ঠাকুর ৪ টি, নভিন-উল-হক ৩ টি ও রবি বিষ্ণোই ২ টি উইকেট নেন।


আরও পড়ুন- ফিট শার্দুল, হার্দিকদের বিরুদ্ধে সম্ভবত ফিরছেন নাইটদের প্রথম একাদশে


টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবন (Shikar Dhawan)। লখনউ শিবিরের কাপতান কেএল রাহুল ব্যাট হাতে ব্যর্থ হলেও অফর ওপেনার মায়ার্স দুরন্ত ছন্দে অর্ধশতরান পূরণ করেন। ৭ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন মায়ার্স। তিনি ফিরে যেতে ইনিংসের হাল ধনের আয়ুষ বাদোনি ও মার্কাস স্টোইনিস। ৮৯ রানের দুরন্ত পার্টনারশিপ জোড়েন তারা। ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলে বাদোনি অল্পের জন্য অর্ধশতরান ফসকালেও দুরন্ত ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন স্টোইনিস। অস্ট্রেলিয় ব্যাটার ৬ টি চার ও ৫ টি ছক্কার সুবাদে ৪০ বলে ৭২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। শেষপর্বে নিকোলাস পুরাণের ঝোড়ো ইনিংসের সুবাদে ২৫০ রানের গণ্ডি টপকে যায় লখনউয়ের স্কোর। মাত্র ১৯ বলে ৭টি চার ও ১ টি ছক্কার সুবাদে ৪৫ রানের ইনিংস খেলেন পুরাণ। জবাবে ব্যাট করতে নেমে শেষপর্যন্ত ২০১ রানে থামে পাঞ্জাবের ইনিংস।


আরও পড়ুন: গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?