আমদাবাদ : দিল্লি শিবিরের বিরুদ্ধে প্রথম বলেই হেনেছিলেন আঘাত। ইনিংসের প্রথম বলেই ফিলিপ সল্টের উইকেট খুইয়েছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) । প্রথম বলেই দেওয়া ধাক্কার রেশ ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে আরও চওড়া করলেন মহম্মদ শামি (Mohammad Shami)। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) পেসার কার্যত আগুন ঝরালেন বল-হাতে।


প্রথম বলেই সল্টকে ফেরানোর পর নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে রাউলি রুসো (৮) ও নিজের তৃতীয় ওভারে মনীশ পাণ্ডে (১) ও প্রিয়ম গর্গকে (১০) সাজঘরে ফেরান শামি। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন-আপকে কার্যত শুরুতেই গুঁড়িয়ে দেন শামি। বাংলার পেসার তাঁর ৪ ওভারের মধ্যে ১৯ টি ডট বল করেন। গড় ২.৭৫। আইপিএল কেরিয়ারে এটাই মহম্মদ শামির সেরা ব্যক্তিগত বোলিং।


আইপিএলে প্রথমবার ৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ১৭ উইকেট নিয়ে নিয়ে পার্পল ক্যাপও (Purple Cap) দখলে নিলেন শামি। সমসংখ্যক উইকেট পেলেও ইকোনমির বিচারে তার থেকে বেশ খানিকটা পিছিয়ে তুষার দেশপাণ্ডে। চেন্নাই সুপার কিংসের পেসারের ইকোনমি যেখানে ১১.০৭, সেখানে শামির ইকোনমি মাত্র ৭.০৫।                                                                                             


আরও পড়ুন- ভারতীয় পেসারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের স্ত্রীর


মহম্মদ শামির আগুনে পেস বোলিংয়ের সুবাদেই মাত্র ১৩০ রানে আটকে যায় দিল্লি ক্যাপিটালসের ইনিংস।                                       


                                         






 


আরও পড়ুন: প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন