চেন্নাই: ভারতকে দুই দুইটি বিশ্বকাপ জিতিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তবে আইপিএলেও মহেন্দ্র সিংহ ধোনির সাফল্য নেহাত কম নয়। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১, চার চারবার আইপিএল জিতেছেন মাহি। সোমবার সিএসকের হয়ে ১৫ বছর পূর্ণ করলেন ধোনি। এর এই দিনেই ফের একবার তাঁর অবসর নিয়ে জল্পনা-কল্পনা মাথা চাড়া দিয়ে উঠল।


দেড় দশক পূর্ণ


১৫ বছর পূর্তি উপলক্ষ্যে 'থালা' ধোনিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সেই পোস্টে লেখা হয়, 'আজ থেকে ১৫ বছর আগেই থালা আমাদের জীবনে প্রবেশ করেছিলেন।' তবে বর্তমানে আইপিএল বাদে আর কোনও ধরনের ক্রিকেটেই খেলেন না ধোনি। ৪০ উর্ধ্ব ভারতীয় অধিনায়কের অবসর নিয়ে তাই বারবার জল্পনা শোনা গিয়েছিল। তবে এই মরসুমে সেই জল্পনা আরও বেড়েছে।


 






কেকেআরের বিরুদ্ধে শেষ ম্যাচ?


ধোনি জানিয়েছিলেন চিপকে সিএসকে সমর্থকদের সামনেই তিনি নিজের শেষটা করতে চান। বিগত তিন বছর করোনার কারণে সেই সুযোগ আসেনি। তবে করোনার চোখরাঙানি আর নেই। এবারের আইপিএলে তাই আবার আগের মতোই প্রতিটি ফ্রাঞ্চাইজিই নিজেদের ঘরের মাঠে খেলতে পারবে। চিপকে ধোনিকেও খেলতে দেখা যাবে। এই আইপিএল মরসুমেই ধোনি খেলোয়াড় হিসাবে নিজের কেরিয়ারে ইতি টানেন কি না, সেই নিয়ে জল্পনা বাড়ছে। ১৪ মে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সিএসকে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিপকে খেলতে নামবে। হলুদ ব্রিগেড নক আউটে পৌঁছতে না পারলে এটিই ধোনির শেষ ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।


তবে এখনও পুরো বিষয়টাই জল্পনার স্তরেই রয়েছে। খবর অনুযায়ী, সিএসকে ম্যানেজমেন্ট আশা করছে এই বারের আইপিএল মরসুম শুরুর আগেই ধোনি নিজের সিদ্ধান্ত ম্যানেজমেন্টকে জানিয়ে দেবেন। ধোনি অবসর নিলে কে সিএসকের অধিনায়ক হতে পারেন, সেই নিয়ে কিন্তু জল্পনা-কল্পনা অব্যাহত।


হরমনপ্রীতের নজির


চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতলেও, গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। তাই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সোমবার, ২০ ফেব্রুয়ারি আয়ার্ল্যান্ডকে (IND vs IRE) হারাতে হবে টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপের সেমিতে পৌঁছনোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে ভারত। তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এই ম্যাচে অংশগ্রহণ করেই এক নতুন ইতিহাস গড়ে ফেললেন।


এটি হরমনপ্রীত কৌরের ১৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন হরমনপ্রীত। পুরুষ বা মহিলা, বিশ্বের কোনও দেশের আর কোনও ক্রিকেটারের দখলে এই কীর্তি নেই। এই দুরন্ত নজির গড়ায় হরমনপ্রীত নিজেও কিছুটা আবেগঘনই। তিনি আইসিসি এবং বিসিসিআইকে ধন্যবাদও জানান। 


আরও পড়ুন: ৫ রানে আইরিশদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছলেন মান্ধানারা