বেঙ্গালুরু: আইপিএল অভিযানের শুরুতেই মুখ থুবড়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কার্যত একপেশেভাবে ম্যাচ হারতে হয়েছে রোহিত শর্মাদের। যে হারের পর মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকেরা হাহুতাশ করছেন, ইশশ... যদি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) থাকতেন।


তবে বুমরাকে নিয়ে আর হাহুতাশ করতে রাজি নন রোহিত। যিনি মেনে নিয়েছেন যে, দলের সেরা পেসারকে ছাড়াই আইপিএলে খেলতে হবে। ম্যাচের পর রোহিত বলেন, 'গত ছয় থেকে আট মাস ধরে আমি যশপ্রীত বুমরাকে ছাড়া খেলে অভ্যস্ত হয়ে পড়েছি (ভারতের হয়ে)। অবশ্যই এটা একটা অন্যরকম দল। কাউকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে আর ওই জায়গাটা পূরণ করতে হবে। তবে হাহুতাশ করে বসে থাকলে চলবে না। শুধুমাত্র নিজেদের নিয়ন্ত্রণে আছে সেরকম জিনিসই নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ন্ত্রণ করতে যাওয়া উচিত নয়। চোট-আঘাতের ওপর কারও নিয়ন্ত্রণ নেই।'


চিন্নাস্বামী স্টেডিয়ামে রবিবার, ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এবারের আইপিএল (IPL 2023) অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স (RCB vs MI)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিগত দশকের ধারা অব্যাহত রাখল পল্টনরা। গত ১০ বছরে প্রতিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এ মরসুমেও হার দিয়েই অভিযান শুরু করল আইপিএলের সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি। এই ম্য়াচেই এক লজ্জাজনক নজিরের মালিক হলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)।


ব্যাট হাতে ব্যর্থ


এদিন রোহিত ১০ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। তিনি যে আইপিএল মরসুমটা একেবারেই ভাল করে শুরু করতে পারেননি তা বলাই বাহুল্য। রবিবারের ইনিংস মিলিয়ে আইপিএলের ইতিহাসে এই ৫০তম বার পাঁচের রানের মধ্যে আউট হলেন রোহিত। আইপিএলে এই বিভাগে হাফসেঞ্চুরির করার রেকর্ড কিন্তু আর কোনও ব্য়াটারের নেই। রোহিতই প্রথম ব্যাটার যিনি আইপিএলে ৫০ বার পাঁচের রানের মধ্যেই সাজঘরে ফিরেছেন। তালিকায় রোহিতের থেকে কিছুটা পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। তিনি ৪৪ বার ছয় রানের মধ্যে সাজঘরে ফিরেছেন।


অধিনায়ক রোহিতের মাইলফলক


তালিকার তৃতীয় ও চতুর্থ স্থান দুই সিএসকে প্রাক্তনীর দখলে। আইপিএলে রবিন উথাপ্পা ৪১ ও সুরেশ রায়না ৪০ বার পাঁচ রানের মধ্যেই সাজঘরে ফিরেছেন। ঘটনাক্রমে, এই ম্যাচটিই আবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়ক হিসাবে রোহিতের ২০০তম ম্যাচ ছিল। মাত্র তৃতীয় অধিনায়ক হিসাবে দু'শো ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব গড়েন তিনি। এক্ষেত্রে অবশ্য ৩০৭ ম্যাচে অধিনায়কত্ব করা মহেন্দ্র সিংহ ধোনি সবার ওপরে রয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী আরেক অধিনায়ক ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ২০৭টি বিশ ওভারের ম্যাচে অধিনায়কত্ব করেছেন।



আরও পড়ুন: বিরাট, ডু প্লেসির অর্ধশতরান, মুম্বইয়ের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল আরসিবি